আব্বাসীয় খলিফা হিসাবে আল-আমীন-এর অবদান আলোচনা করো।

 ভূমিকা : ইসলামের ইতিহাসে আব্বাসীয় খেলাফত ছিল ইসলামী সাম্রাজ্য ও মুসলিম রাজতন্ত্র। আব্বাসীয় খলিফারা স্বঘোষিত ইসলামের রক্ষাকর্তা। তবে তাদের মধ্যে কয়েকজন ছাড়া অধিকাংশই ছিল দুর্বল, অযোগ্য বিলাসী ও অদূরদর্শী। খলিফা আমীনও তাদের দলভুক্ত ছিলেন।

পরিচয়: খলিফা হারুন রশিদের বারোজন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে আলআমীন ছিলেন। তার বিবাহিতা স্ত্রী যুবায়দায় সন্তান এবং বাকি সবাই ছিল ক্রীতদাসী-উপপত্নীদের সন্তান।

খেলাফত মানোনয়ন : খলিফার মৃত্যুর পর উত্তরাধিকারী নিয়ে যাতে সমস্যা না হয় তাই খলিফা হারুন রশিদ নিজেই তার পুত্রদের মধ্যে চারজনকে পরপর উত্তরাধিকারী মনোনীত করেন। দ্বিতীয় পুত্র আলআমীন সম্রাত মায়ের গর্ভজাত বলে তিনি তাকেই প্রথম খলিফার মনোনয়ন দান করেন এবং পারসিক ক্রীতদাসীর গর্ভজাত সন্তান মামুনকে দ্বিতীয় খলিফা হিসেবে মনোনয়ন দেন।

খিলাফত লাভ : পিতার মৃত্যুর পর ৮০৯ খ্রিঃ আল আমীন বাগদাদের আব্বাসী খেলাফতে আসীন হন।

অবদান : ইসলামের ইতিহাসে খলিফা আল আমীনের বিশেষ তেমন কোনো অবদান উল্লেখ নেই। তার মাত্র চার বছরের রাজত্বকালের বেশিরভাগ সময়টাই কেটে যায় অশান্তি ও গৃহযুদ্ধের মধ্যে। যা পরবর্তী আব্বাসী খেলাফতকে প্রভাবিত করেছিল।আমীন তার মাতা যুবায়দা ও মাতুল ঈশার তত্ত্বাবধানে শিক্ষালাভ করেন। চঞ্চল ও আমোদপ্রিয় চরিত্র তার বাহ্যিক চাকচিক্য সুন্দর করে তুললেও প্রকৃত জ্ঞানার্জন আচরণের উন্নতি করতে পারেনি। বিলাসিতা ও অলসতার কারণে দক্ষ শাসক হয়ে উঠতে পারেনি। চতুর মন্ত্রী ফজল বিন রাবীর হাতে রাজ্যের শাসনভার তুলে দিয়ে বিলাসিতায় মত্ত হয়ে পড়ে। ফলে রাজদরবার নর্তকী ও গায়িকাদের আবাসস্থলে পরিণত হয়। তাদের জন্য অপরিমিত অর্থ বায় করতে থাকেন। উজির ফজলবিন রাবী'র প্ররোচনায় পড়ে ৮১০ খ্রিঃ তিনি পিতার চুক্তিভঙ্গ করে স্বীয় শিশুপুত্র মুসাকে নাতিক বিনহক ও দ্বিতীয় পুত্রকে কায়িম বিন হক উপাধি দিয়ে উত্তরাধিকারী নিযুক্ত করেন।

এভাবে আব্বাসী খেলাফতের অবনমন দেখে ভ্রাতা মামুন প্রতিবাদ ও প্রতিরোধ করেন।। অবশেষে ৮১১ রাই নামক স্থান আমিন ও মামুনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে আমিন পরাজিত হয়।

মৃত্যু : পরিস্থিতি জটিল হয়ে উঠলে আমীন মাতা যুবায়দা সহ পরিবারের অন্যান্যদের নিয়ে মাদীনাতুল মনসুর দুর্গে আশ্রয় গ্রহণ করেন এবং আত্মসমর্পণ করেন। কিন্তু রাতের। অন্ধকারে একদল উগ্রপন্থী তাকে নৃশংসভাবে হত্যা করে।হত্যার খবর পেয়ে মামুন শোকে অভিভূত হন এবং হত্যাকারীদের উপযুক্ত শাস্তিদানের ব্যবস্থা করেন।

        আরও পড়ুন 

আব্বাসীয় শাসনের পতনের কারণগুলি লেখো। 👉 Click Here

আব্বাসীয় যুগে কিভাবে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্ভব হয়েছিল ? ইসলামী জীবনে তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here 

আব্বাসীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দিক আলোচনা করো। 👉 Click Here

খলিফা মানসুরকে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা বলা যায় কি? সংক্ষিপ্ত আলোচনা করো। 👉 Click Here

উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here

আব্বাসীয় যুগের স্থাপত্য শিল্পের ওপর টীকা লেখো। 👉 Click Here

আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ বর্ণনা করো। 👉 Click Here

সেলজুক কাদের বলা হত? 👉 Click Here

আব্বাসীদের সমাজ জীবন কেমন ছিল ? 👉 Click Here

টীকা লেখো : সিটি অব বাগদাদ। 👉 Click Here

খলিফা হারুণ অর রসিদ-এর সম্পর্কে আলোচনা করো।  👉 Click Here

খোলাফায়ে আব্বাসীয়র বৈশিষ্ট্য কি আলোচনা করো। 👉 Click Here

আব্বাসীয় বংশের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তর। 👉  Click Here

আব্বাসীয় বংশের সমস্ত SAQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here

আব্বাসীয় বংশের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 👉 Click Here

ইসলামের ইতিহাসের সমস্ত  প্রশ্ন ও উত্তর জানতে 👉  Click Here

আব্বাসীয় খলিফা হিসাবে আল-আমীন-এর অবদান আলোচনা করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×