তোমাদের এলাকায় বৃক্ষরোপণ উৎসব বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
নিজস্ব সংবাদদাতা, হাতিয়াড়া, উ. ২৪ পরগণা, ৬ জুন : সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ জুন হাতিয়াড়া হাইমাদ্রাসা বৃক্ষরোপর উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমাশাসক, স্থানীয় বিধায়ক, পরিবেশ প্রেমিক ব্যক্তি প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে বৃক্ষরোপণের তাৎপর্য ব্যাখ্যা করেন। বিশিষ্ট অতিথিবর্গ তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন পরিবেশের বিপন্নতার কথা। এবং তার প্রতিকারের উপায়। রাজ্য বনদপ্তর ৫০০টি চারাগাছ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন। মহাসমারোহে সেই বৃক্ষ রোপণে ছাত্রছাত্রীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীরাও যোগদান করেন।