তোমার এলাকায় আয়োজিত রক্তদান শিবির' এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো।

  নিজস্ব সংবাদদাতা: সুজাপুর, মালদা, ৭ মার্চ : স্বামী বিবেকানন্দের জন্মদিনে সুজাপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে উপস্থিত ছিলেন। 

এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা. আর. এন. দাস। রক্তদানের প্রয়োজনীয়তা কতখানি সে বিষয়ে আরও সংশয় নেই। তাই সকাল ৯.৩০ মিনিট থেকে শিবিরে সারিবদ্ধভাবে বহু তরুণ-তরুণী স্বেচ্ছায় রক্তদান করতে দাঁড়িয়ে পড়েন। তাঁদের এই স্বতঃস্ফূত সাড়া দেখে শিবিরে উপস্থিত চিকিৎসকরাও অভিভূত হয়ে যান। এই রক্তদান শিবির আগামী দিনেও আবার করার প্রতিশ্রুতি দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 

রক্তদানের মতো পুণ্য কাজে সামিল হওয়ার জন্য উপস্থিত চিকিৎসকেরা সকলকে ধন্যবাদ জানান। জাতি-ধর্ম-বর্ণের কৃত্রিম ব্যবধান ঘোচাতে রক্তদান যে এক মহার্ঘ মানব বন্ধন হিসাবে কাজ করে, এই শিবিরে সকলের সেই অনুভূতি হয়। 

প্রিয় ছাত্র-ছাত্রীরা Amar School ওয়েব সাইটে আমরা তোমাদের জন্য বিভিন্ন ক্লাসে পশ্চিমবঙ্গ শিক্ষাবোর্ডের নাম্বার বিভাজন নীতি মেনে বিভিন্ন বিষয়ে প্রশ্নের পোস্ট করে থাকি। এই পোস্টগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।


প্রিয় ছাত্র-ছাত্রীরা Amar School ওয়েব সাইটে আমরা তোমাদের জন্য বিভিন্ন ক্লাসে পশ্চিমবঙ্গ শিক্ষাবোর্ডের নাম্বার বিভাজন নীতি মেনে বিভিন্ন বিষয়ে প্রশ্নের পোস্ট করে থাকি। এই পোস্টগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×