জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

  নিজস্ব সংবাদদাতা, হাতিয়াড়া উ. ২৪ পরগণা, ১২ জানুয়ারি : নগরায়নের চাপে পরিবেশ বিপন্ন হয়ে চলেছে। উত্তর কলকাতার হাতিয়াড়ায় বড়ো বড়ো জলাশয় বুজিয়ে বহুতল নির্মাণের প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। 

দীর্ঘকাল থেকেই হাতিয়াড়া এলাকায় জলা বুজিয়ে বহুতল নির্মাণে প্রশাসনের অসাধুচক্রের সঙ্গে একশ্রেণির প্রোমোটারের আঁতাত গড়ে উঠেছে। এঁরা স্থানী মানুষদের চোখে ধুলো দিয়ে বা টাকার লোভ দেখিয়ে সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতে অত্যন্ত সক্রিয়। কিন্তু একদল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাঁদের এই উদ্দেশ্যকে সফল হতে দিতে নারাজ। তারা সংঘবদ্ধভাবে এর প্রতিবাদে সামিল হয়েছে।

 পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবুজ গাছপালা রক্ষার সঙ্গে সঙ্গে জলাশয় রক্ষা করাও জরুরি। এ বিষয়ে তাঁরা স্থানীয় পুরসভার চেয়ারম্যান বাবলু হোসেন এর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি যথাযথ ব্যবসা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনে যেতেও বাধ্য হবে।

জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

প্রিয় ছাত্রছাত্রীর, Amar School এই ওয়েবসাইটের আমরা তোমাদের জন্য বিভিন্ন ক্লাসের সমস্ত বিষয়ে পশ্চিমবঙ্গ শিক্ষাবোর্ডের নাম্বার বিভাজনের নিয়ম মেনে আমরা নিয়মিত প্রশ্নের উত্তর পোষ্ট করে থাকি। যদি পোস্ট টি তোমার ভালো লাগে অবশ্য তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×