সেফ ড্রাইভ, সেভ লাইফ - কর্মসূচি পালিত হল এলাকায় - এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
উঃ নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১২ ফেব্রুয়ারি : কলকাতাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে পালিত হল, “সেফ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচি। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে গোলপার্ক পর্যন্ত এক বিরাট শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই র্যালির উদবোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত কয়েকমাস ধরে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘটেছে কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা। গড়িয়াহাট, ই.এম.বাইপাস প্রভৃতি এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। বাইক র্যালিতে প্রাণ হারিয়েছে স্কুলের তরুণ বেশ কিছু ছাত্র। তাছাড়া বাস, অটো, মিনিবাস প্রভৃতি গাড়ির রেষারেষিতে প্রায়ই ঘটে চলেছে পথ দুর্ঘটনা ও মানুষের মর্মান্তিক মৃত্যু।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর প্রচেষ্টায় ও অনুপ্রেরণায় ‘Safe Drive, Save Life' -এ কর্মসূচী পালিত হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। কলকাতার ট্রাফিক পুলিশ এ বিষয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে। হেলমেট ছাড়া বাইক চালানো, বাইক র্যালি, যানবাহনের রেষারেষি প্রভৃতি বিষয়ে বিভিন্ন নিয়ম বলবৎ হয়েছে। পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে সর্বাগ্রে সাধারণ মানুষের সচেতনতার প্রয়োজন। তা না হলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যাবে না।