তোমাদের এলাকায় পাঠাগার উদবোধন—এই বিষয় নিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।


         ক্যানিং-এ স্থানীয় পাঠাগার উদবোধন

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং, ১২ আগস্ট : দক্ষিণ ২৪ পরগণার এক ছোট্ট শহর ক্যানিং-এ উদ্‌বোধন হল একটি স্থানীয় সাধারণ পাঠাগার। পাঠাগারটি উদবোধন করলেন স্থানীয় বিধায়ক পরেশরাম দাস মহাশয়। বিধায়ক সাহেব উদবোধনী ভাষণে বলেন, “বইয়ের বিকল্প যে হয় না, তা আবার প্রমাণিত হল এই পাঠাগার গঠনের মাধ্যমে। হাতে বই নিয়ে পড়লে সৃজনশীলতা বৃদ্ধি পায়, যা পিডিএফ বা ডিজিটাল মাধ্যমে পড়ার মধ্য দিয়ে হয় না। বিধায়ক তহবিল থেকে ১০০০টি বই দেয়া হয়েছে। ভবিষ্যতে আরও বই দেওয়া হবে।” এলাকার শিক্ষানুরাগী মানুষজন দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন সকলের জন্য উন্মুক্ত একটি পাঠাগারের। এই স্থানীয় পাঠাগারটি হওয়াতে সকলের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে। 

পঞ্চায়েত প্রধান বলেন, “এই পাঠাগার তৈরি হওয়ার ফলে স্থানীয় মানুষজন অবসর সময়ে দেশ-বিদেশের নানা গল্প-কবিতা-উপন্যাস পড়তে পারবেন। এ ছাড়াও অনেক শিক্ষিত যুবক-যুবতী, তাদের চাকরির পড়াশোনার বইও পাবে এখান থেকে।” স্থানীয় এক শিক্ষক বলেন, “এই ডিজিটাল যুগে নতুন প্রজন্মের কাছে বই হাতে নিয়ে পড়ার আগ্রহ বাড়াবে এই পাঠাগার।” ছোটো থেকে বড়ো সবার উপযোগী বই রাখা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক প্রকাশ লস্কর।

তোমাদের এলাকায় পাঠাগার উদবোধন—এই বিষয় নিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×