তোমাদের বিদ্যালয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।

 ট্যাংরাখালী হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন । 

নিজস্ব সংবাদদাতা, ক্যানিং, ২২ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ট্যাংরাখালী পি. জে. পি. হাইস্কুলে ২১ ফেব্রুয়ারি ২০২১ সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের শিক্ষিকা সাহানা আকতার। সকাল ন-টার সময় বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শিক্ষক-শিক্ষার্থী সমবেত কণ্ঠে উচ্চারণ করেছিলেন একুশের সেই গান—'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি।' বিদ্যালয়ের আশেপাশের বিশিষ্ট কবি-সাহিত্যিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। 

তাঁরা মাতৃভাষার উপর স্বরচিত কবিতা পাঠ করেছিলেন। অনেকে আবার আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস তুলে ধরেছেন শিক্ষার্থীদের সামনে। এরপর কয়েকজন শিক্ষক মিলে মাতৃভাষার উপর একটি বিতর্কসভা করেন। ছাত্রছাত্রীরাও মাতৃভাষার উপর কিছু কবিতা আবৃত্তি করার মাধ্যমে আনুষ্ঠানটি সবার কাছে মনোজ্ঞ হয়ে ওঠে। সকলের সাগ্রহ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নতুন প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে ধরা দিয়েছিল এই অনুষ্ঠানে। প্রধান শিক্ষকের সভাপতিত্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

তোমাদের বিদ্যালয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×