হজরত ওসমান গণি (রাঃ) বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল?
উত্তর:- হজরত উসমান (রাঃ) ছিলেন সাম্রাজ্যের তৃতীয় খলিফা। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন মক্কার বিত্তশালীদের মধ্যে একজন। তৃতীয় খলিফা হিসাবে প্রায় বারো বছর ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেন। প্রথম ছ'বছর তার সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় ছিল, সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। কিন্তু পরবর্তী ছ'বছরে তার সাম্রাজ্য অসন্তোষ, বিশৃঙ্খলা, বিদ্রোহ ও অশান্তিতে ভরে উঠেছিল। অবশেষে রক্তপাত ও করুণ গৃহবিবাদে তিনি নিজেকেও রক্ষা করতে পারেননি।
গৃহবিবাদ : গৃহবিবাদের ফলেই ইসলামী সাম্রাজ্যে প্রথম অসন্তোষের বীজ বপন হয়। এই গৃহবিবাদের পিছনে ছিল কতকগুলি অভিযোগ।
অভিযোগ : (i) স্বজন পোষণ : খলিফা উসমানের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল স্বজন পোষণের অভিযোগ। তিনি নাকি যোগ্য শাসকদের অপসারণ করে সে জায়গায় আপন গোত্রভুক্ত আপনজনকে নিয়োগ করেছেন। এমনকি এ বিষয়ে তার কাছে অভিযোগ করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
(ii) বায়তুল মালের অপব্যয় : তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি রাষ্ট্রীয় কোষাগার বা বায়তুল মালের অর্থ অপচয় করেন। আপনজনদের জন্য অন্যায়ভাবে ব্যয় করেন। এমনকি সিরিয়ার শাসনকর্তা মুআবিয়াহ সরকারি সম্পত্তিকে দখল করলে সে দোষারোপও খলিফার ওপর চাপিয়ে দেওয়া হয়। অথচ তিনি ইসলামের পূর্ব হতেই মক্কার ধনীদের মধ্যে অন্যতম ছিলেন।
(iii) কুরআন সংকলন : খলিফা উসমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল যে তিনি কুরআনের বহু গুরুত্বপূর্ণ আয়াতকে পুড়িয়ে নষ্ট করেছেন। ইয়ামামা ও আজারবাইজানের যুদ্ধক্ষেত্রে বিভিন্ন গোত্রকে ভিন্ন ভিন্ন বাচনভঙ্গিকে কুরআন পড়তে দেখে তিনি বিচলিত হন। অন্যান্য ধর্মের ন্যায় মতভেদ শুরু হওয়ার পূর্বেই তিনি ব্যবস্থা গ্রহণ করেন। নবী পাকের সচিব ও ওয়াহি লেখক হজরত যায়দ বিন সাবিতের নেতৃত্বে সময় কুরআনকে কুরাইশ ভাষায় সংকলন করেন। সেই কপি সর্বত্রই পাঠিয়ে দেন। অন্যান্য কপিগুলি পুড়িয়ে দেন। এ থেকেই অভিযোগ করা হয় যে তিনি সংকলনের নামে অনেক গুরুত্বপূর্ণ আয়াতকে নষ্ট করেছেন।
(iv) চারণভূমির ব্যবহার : খলিফার বিরুদ্ধে আরও অভিযোগ করা হয় যে তিনি রাষ্ট্রীয় চারণভূমি জনগণের অবাধ ব্যবহারের পরিবর্তে সংরক্ষণ করে আপন স্বার্থে ব্যবহার করেন।
মতামত : আধুনিক ঐতিহাসিকগণ গবেষণা করে উপনীত হয়েছেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ভিত্তিহীন। বিদ্রোহীরা কৌশল করে এগুলি প্রচার করে একশ্রেণির জনগণকে বিদ্রোহে উৎসাহ দেয়। কেননা তিনি ছিলেন একাধারে ধনী ব্যক্তি তার ওপর ন্যায়পরায়ণ, সৎ ও আল্লাভীরু, তার আচরণে খুশি হয়ে হজরত মোহাম্মদ (সঃ) পর্যায়ক্রমে দুজন কন্যাকে তার সাথে বিবাহ দিয়েছিলেন।
মূল্যায়ন : খলিফা উসমানের বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগগুলিই ইসলামের ভিত্তির ওপর প্রথম আঘাত হানে। অভিযোগ, বিদ্রোহ থেকে তার মৃত্যু ইসলামী সাম্রাজ্যে ভাঙন ধরায়, ইসলামী সাম্রাজ্যে বিভাজন সৃষ্টি হয়। পরবর্তী খলিফা হজরত আলী (রাঃ) সেই সূত্রেই শহীদ হন। যার সুদূরপ্রসারী ফলাফল ছিল খোলাফায়ে রাশেদীনদের যুগের অবসান ও রাজতন্ত্রের আগমন।
আর ও পড়ুন
তৃতীয় খলিফা- ওসমান গণি (রাঃ) এর সমস্ত MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here
খলিফা আবুবকর কীভাবে ভণ্ড নাবীদের দমন করেন? 👉 Click Here
হজরত ওমারের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here
কুরআন সংকলনের কারণ কী ছিল ?👉 Click Here
মজলিশ-উশ-সুরা কী ?👉 Click Here
পবিত্র চার খলিফার আমলে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও। 👉 Click Here
হজরত ওসমানের (রাঃ) আমলে গৃহবিবাদের কারণ কী ছিল?👉 Click Here
খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো। 👉 Click Here
খলিফায়ে রাশেদীন আমলের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 👉 Click Here
খারেজীদের কী উদ্দেশ্য ছিল?👉 Click Here
উটের যুদ্ধের নামকরণের তাৎপর্য কী ছিল অথবা উটের যুদ্ধ সম্বন্ধে কী জান ।👉 Click Here
সিম্ফিনের যুদ্ধের ফলাফল লেখো।👉 Click Here
মানুষ ও খলিফা হিসেবে হজরত আলীর মূল্যায়ন করো। 👉 Click Here
মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?👉 Click Here
তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রি.) সম্পর্কে কী জানো ? 👉 Click Here
ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো।👉 Click Here