খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো।
ভূমিকা : ৬৩২ খ্রিঃ হজরত মুহাম্মদের (সঃ) মৃত্যুর পর ইসলামী দুনিয়ায় বিরাট শূন্যতা দেখা দেয়। সেই শূন্যস্থান পূরণের জন্য হজরত আবু বাকরের (রাঃ) হাত ধরে সৃষ্টি হয় নতুন খলিফাপদ। আবু বাকর উমার, উসমান ও আলী পরস্পর খলিফা নির্বাচিত হয়ে খোলাফায়ে রাশেদীন হিসাবে সাম্রাজ্য পরিচালনা করেন। দীর্ঘ তিরিশ বছর পরিচালনার পর খোলাফায়ে রাশেদীনদের যুগের অবসান ঘটে। ৬৬১ খ্রিঃ মুআবিয়ার হাত ধরে উমাইয়া রাজবংশের সূচনা হয়।
অবসানের কারণ : খোলাফায়ে রাশেদীনদের অবসানের উল্লেখযোগ্য কারণ ছিল-
(i) গোত্র দ্বন্দ্ব : খোলাফায়ে রাশেদীনদের অবসানের প্রধান কারণ ছিল উমাইয়া ও হাশেমীদের গোত্রদ্বন্দ্ব। এই গোত্রদ্বন্দ্বের ফলেই হজরত উসমান শহীদ হন এবং খোলাফায়ে রাশেদীন যুগের অবসানের প্রথম অধ্যায় শুরু হয়।
(ii) আলী ও মুআবিয়ার মতবিরোধ : খোলাফায়ে রাশেদীনদের পতনের অন্যতম প্রধান কারণ ছিল চতুর্থ খলিফা হজরত আলী ও মুআবিয়ার মধ্যে দ্বন্দ্ব। হজরত উসমান (রাঃ) ছিলেন উমাইয়া বংশোদ্ভূত। মুআবিয়াও ছিলেন উমাইয়া। সুতরাং উসমানের (রাঃ) মৃত্যুর পর মুআবিয়া মনে মনে খেলাফতের আশা পোষণ করতেন। কিন্তু হজরত আলী (রাঃ) খলিফা নির্বাচিত হলে তার আশা অপূর্ণ থেকে যায়। তা থেকে মানসিক ভাবে ক্ষুব্ধ ছিলেন। অতঃপর হজরত আলী (রাঃ) উসমান হত্যার প্রতিশোধ নিতে বিলম্ব করলে তাকেই সুযোগ মনে করে মুআবিয়া বিরোধিতা করে। যা উভয়পক্ষকে যুদ্ধে ময়দান পর্যন্ত নিয়ে যায়, পরপর উটের ও সিম্ফিনের যুদ্ধে খোলাফায়ে রাশেদীনদের রাজত্ব মর্যাদা হ্রাস পায়।
খারেজীদের উত্থান : সিম্ফিনের যুদ্ধের দুঃখজনক ফলাফলকে ও তার পরবর্তী কার্যকলাপকে কেন্দ্র করে খারেজিদের উত্থান হয়। তাদের লক্ষ্য ছিল হজরত আলী মুআবিয়া ও আমর বিন আস তিনজনকেই হত্যা করা। ভাগ্যক্রমে মুআবিয়া ও আমর বিন আন রক্ষা পেলেও খলিফা হজরত আলী (রাঃ) শহীদ হয়ে যান। তার সাথে সাথে ৬৬১ খ্রিঃ খোলাফায়ে রাশেদীনদের যুগ শেষ হয়।
আর ও পড়ুন
খলিফা আবুবকর কীভাবে ভণ্ড নাবীদের দমন করেন? 👉 Click Here
হজরত ওমারের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here
কুরআন সংকলনের কারণ কী ছিল ?👉 Click Here
মজলিশ-উশ-সুরা কী ?👉 Click Here
পবিত্র চার খলিফার আমলে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও। 👉 Click Here
হজরত ওসমান গণি (রাঃ) বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল? 👉 Click Here
হজরত ওসমানের (রাঃ) আমলে গৃহবিবাদের কারণ কী ছিল?👉 Click Here
খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো। 👉 Click Here
খলিফায়ে রাশেদীন আমলের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 👉 Click Here
খারেজীদের কী উদ্দেশ্য ছিল?👉 Click Here
উটের যুদ্ধের নামকরণের তাৎপর্য কী ছিল অথবা উটের যুদ্ধ সম্বন্ধে কী জান ।👉 Click Here
সিম্ফিনের যুদ্ধের ফলাফল লেখো।👉 Click Here
মানুষ ও খলিফা হিসেবে হজরত আলীর মূল্যায়ন করো। 👉 Click Here
মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?👉 Click Here
তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রি.) সম্পর্কে কী জানো ? 👉 Click Here
ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো।👉 Click Here