দ্বিতীয় অধ্যায় :- খোলাফায়ে রাশেদীন আমলে ইসলামী রাষ্ট্র এর সমস্ত MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর।

 খোলাফায়ে রাশেদীন আমলে ইসলামী রাষ্ট্র (৬৩২-৬৬১ খ্রিঃ)


 সঠিক উত্তর নির্বাচন করো

 (1) খলিফাদের যুগ শুরু হয়-(a) হজরত আলির মৃত্যুর পর (b) হজরত ওমরের রাজত্বকালে (c) নবীজির ইন্তেকালের পর (d) মোয়াবিয়ার শাসনে।

উত্তর :- (c) নবীজির ইন্তেকালের পর। 

(2) ইসলাম দুনিয়ার নবীজির কর্তৃত্ব ছিল- (a) ১০ বছর (b) ২বছর (c) ৬৩ বছর (d) ৩০ বছর

 উ:- (a) ১০ বছর।

 (3)খোলাফায়ে রাশেদীন যুগ স্থায়ী ছিল- (a) ২৫ বছর (b) ৩০ বছর (c) ৪০বছর (d) ৪৫বছর

 উ:- (b) ৩০ বছর

 (4) জেলার শাসককে বলা হত –(a) খলিফা (b) ওয়ালা (c) আমীর (d) কাজী

উঃ- (c) আমীর।

 (5) খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র শুধু-(a) আরব ভূখন্ডে (b) শুধু মদিনার বুকে (c) শুধু পারস্য সাম্রাজ্যে (d) সারা আরব, পারস্য ও রোম সাম্রাজ্যের অংশে ছড়িয়ে পড়ে।

 উ :- (d) সারা আরব, পারস্য ও রোম সাম্রাজ্যের অংশে ছড়িয়ে পড়ে। 

(6) খলিফারা স্বেচ্ছাচারী ছিলেন না কারণ--(a) তাঁরা নিজে অনাড়ম্বর জীবনযাপন করতেন (b) তাঁরা ন্যায়বিচার করতেন (c) তাঁরা প্রজাদের সুখ দুঃখের প্রতি লক্ষ্য রাখতেন (d) তাঁরা মজলিশ-উশ-সুরার পরামর্শ মানতেন।

 উ :- (d) তাঁরা মজলিশ-উশ-সুরার পরামর্শ মানতেন।


 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 (1)প্রদেশ প্রধানকে কী বলা হত ?

 উঃ- ওয়ালী

-(2) জমির খাজনার পরিমাপ কীভাবে ঠিক করা হত?

 উঃ সাধারণত জমির উৎকর্ষতা, উৎপন্ন ফসলের পরিমাণ, সেচ ব্যবস্থার সুবিধা । 

(3)মজলিশ-উশ-সুরা কার খেলাফাতকালে আইনের মর্যাদা পায় ? 

উঃ দ্বিতীয় খলিফা হজরত ওমর (রাঃ) আমলে।


 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও


   বামস্তম্ভ                                            ডানস্তম্ভ

(a)জিবরাইল                                  (i) বাইতুলমাল

 (b)কোশাগার                               (ii) ফেরেস্তা 

 (c) খিলাফত                                (iii) শেখ

( d)   গোত্রের প্রধান                       (iv) একটি ধর্মীয়                                                         রাজনৈতিক ব্যবস্থা


 উ:- (a) - (ii), (b) - (i), (c) - (iv), (d) - (iii)


 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


(1) জাকাত কী ?

 উ :- জাকাত দরিদ্র কর। এই কর ধনী মুসলমানের জন্য ফরজ। এই কর 2 দিতে হয়। এই করের উদ্দেশ্য সামাজিক মমতা, ঐক্য, ভাতৃত্ব স্থাপন করা।

 (2)জিজিয়া কী?

 উ: জিজিয়া হল সামরিক কর। মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের নিরাপত্তা ও যুদ্ধে অংশ না নেওয়ার জন্য এই কর দিতে হত।

         আর ও পড়ুন

খলিফা আবুবকর কীভাবে ভণ্ড নাবীদের দমন করেন?  👉 Click Here

হজরত ওমারের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।  👉 Click Here

কুরআন সংকলনের কারণ কী ছিল ?👉 Click Here

মজলিশ-উশ-সুরা কী ?👉 Click Here

পবিত্র চার খলিফার আমলে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও। 👉 Click Here

হজরত ওসমান গণি (রাঃ) বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল? 👉 Click Here

হজরত ওসমানের (রাঃ) আমলে গৃহবিবাদের কারণ কী ছিল?👉 Click Here

খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো। 👉 Click Here

খলিফায়ে রাশেদীন আমলের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 👉 Click Here

খারেজীদের কী উদ্দেশ্য ছিল?👉 Click Here

উটের যুদ্ধের নামকরণের তাৎপর্য কী ছিল অথবা উটের যুদ্ধ সম্বন্ধে কী জান ।👉 Click Here

সিম্ফিনের যুদ্ধের ফলাফল লেখো।👉 Click Here

মানুষ ও খলিফা হিসেবে হজরত আলীর মূল্যায়ন করো। 👉 Click Here

মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?👉 Click Here

তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রি.) সম্পর্কে কী জানো ? 👉 Click Here

ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো।👉 Click Here

ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉 Click Here


খোলাফায়ে রাশেদীন আমলে ইসলামী রাষ্ট্র


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url