দ্বিতীয় অধ্যায় :- খোলাফায়ে রাশেদীন আমলে ইসলামী রাষ্ট্র এর সমস্ত MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর।

 খোলাফায়ে রাশেদীন আমলে ইসলামী রাষ্ট্র (৬৩২-৬৬১ খ্রিঃ)


 সঠিক উত্তর নির্বাচন করো

 (1) খলিফাদের যুগ শুরু হয়-(a) হজরত আলির মৃত্যুর পর (b) হজরত ওমরের রাজত্বকালে (c) নবীজির ইন্তেকালের পর (d) মোয়াবিয়ার শাসনে।

উত্তর :- (c) নবীজির ইন্তেকালের পর। 

(2) ইসলাম দুনিয়ার নবীজির কর্তৃত্ব ছিল- (a) ১০ বছর (b) ২বছর (c) ৬৩ বছর (d) ৩০ বছর

 উ:- (a) ১০ বছর।

 (3)খোলাফায়ে রাশেদীন যুগ স্থায়ী ছিল- (a) ২৫ বছর (b) ৩০ বছর (c) ৪০বছর (d) ৪৫বছর

 উ:- (b) ৩০ বছর

 (4) জেলার শাসককে বলা হত –(a) খলিফা (b) ওয়ালা (c) আমীর (d) কাজী

উঃ- (c) আমীর।

 (5) খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র শুধু-(a) আরব ভূখন্ডে (b) শুধু মদিনার বুকে (c) শুধু পারস্য সাম্রাজ্যে (d) সারা আরব, পারস্য ও রোম সাম্রাজ্যের অংশে ছড়িয়ে পড়ে।

 উ :- (d) সারা আরব, পারস্য ও রোম সাম্রাজ্যের অংশে ছড়িয়ে পড়ে। 

(6) খলিফারা স্বেচ্ছাচারী ছিলেন না কারণ--(a) তাঁরা নিজে অনাড়ম্বর জীবনযাপন করতেন (b) তাঁরা ন্যায়বিচার করতেন (c) তাঁরা প্রজাদের সুখ দুঃখের প্রতি লক্ষ্য রাখতেন (d) তাঁরা মজলিশ-উশ-সুরার পরামর্শ মানতেন।

 উ :- (d) তাঁরা মজলিশ-উশ-সুরার পরামর্শ মানতেন।


 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 (1)প্রদেশ প্রধানকে কী বলা হত ?

 উঃ- ওয়ালী

-(2) জমির খাজনার পরিমাপ কীভাবে ঠিক করা হত?

 উঃ সাধারণত জমির উৎকর্ষতা, উৎপন্ন ফসলের পরিমাণ, সেচ ব্যবস্থার সুবিধা । 

(3)মজলিশ-উশ-সুরা কার খেলাফাতকালে আইনের মর্যাদা পায় ? 

উঃ দ্বিতীয় খলিফা হজরত ওমর (রাঃ) আমলে।


 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও


   বামস্তম্ভ                                            ডানস্তম্ভ

(a)জিবরাইল                                  (i) বাইতুলমাল

 (b)কোশাগার                               (ii) ফেরেস্তা 

 (c) খিলাফত                                (iii) শেখ

( d)   গোত্রের প্রধান                       (iv) একটি ধর্মীয়                                                         রাজনৈতিক ব্যবস্থা


 উ:- (a) - (ii), (b) - (i), (c) - (iv), (d) - (iii)


 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


(1) জাকাত কী ?

 উ :- জাকাত দরিদ্র কর। এই কর ধনী মুসলমানের জন্য ফরজ। এই কর 2 দিতে হয়। এই করের উদ্দেশ্য সামাজিক মমতা, ঐক্য, ভাতৃত্ব স্থাপন করা।

 (2)জিজিয়া কী?

 উ: জিজিয়া হল সামরিক কর। মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের নিরাপত্তা ও যুদ্ধে অংশ না নেওয়ার জন্য এই কর দিতে হত।

         আর ও পড়ুন

খলিফা আবুবকর কীভাবে ভণ্ড নাবীদের দমন করেন?  👉 Click Here

হজরত ওমারের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।  👉 Click Here

কুরআন সংকলনের কারণ কী ছিল ?👉 Click Here

মজলিশ-উশ-সুরা কী ?👉 Click Here

পবিত্র চার খলিফার আমলে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও। 👉 Click Here

হজরত ওসমান গণি (রাঃ) বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল? 👉 Click Here

হজরত ওসমানের (রাঃ) আমলে গৃহবিবাদের কারণ কী ছিল?👉 Click Here

খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো। 👉 Click Here

খলিফায়ে রাশেদীন আমলের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 👉 Click Here

খারেজীদের কী উদ্দেশ্য ছিল?👉 Click Here

উটের যুদ্ধের নামকরণের তাৎপর্য কী ছিল অথবা উটের যুদ্ধ সম্বন্ধে কী জান ।👉 Click Here

সিম্ফিনের যুদ্ধের ফলাফল লেখো।👉 Click Here

মানুষ ও খলিফা হিসেবে হজরত আলীর মূল্যায়ন করো। 👉 Click Here

মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?👉 Click Here

তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রি.) সম্পর্কে কী জানো ? 👉 Click Here

ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো।👉 Click Here

ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉 Click Here


খোলাফায়ে রাশেদীন আমলে ইসলামী রাষ্ট্র


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×