মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?
ভূমিকা : ৯০৯ খ্রিঃ শিয়া সম্প্রদায়ভুক্ত ওবায়দুল্লাহ আলমাহদীর হাত ধরে মিশরে ফাতেমী শাসনের সূচনা হয়। প্রায় আড়াই শতকের বেশি সময় ধরে তাঁরা মিশরে রাজ্য পরিচালনা করে। অতঃপর গাজি সালাহুদ্দীনের আক্রমণ প্রতিহত করতে না পেরে ১১৭১ খ্রিঃ ফাতেমীদের পতন ঘটে।
পতনের কারণ : ফাতেমীদের পতনের অন্যতম কারণগুলি হল— (i) অযোগ্য উত্তরাধিকারী : ফাতেমীদের শেষ দিকের শাসকগণ প্রথম দিকের শাসকদের মতো যোগ্য দূরদর্শী ও প্রজাহিতৈষী ছিল না, মন্ত্রীরাই সর্বময় কর্তা হয়েছিল।
(ii) অভ্যন্তরীণ গোলযোগ : ফাতিমী শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে মন্ত্রীগণ সাম্রাজ্যের সর্বময় কর্তা হয়ে ওঠে। এমতাবস্থায় অভ্যন্তরীণ গোলযোগ ও বিদ্রোহ দেখা দিলে শাসকগণ বিদ্রোহ দমনে ব্যর্থ হয়।
(iii) সালাহুদ্দীনের আক্রমণ:- নানাভাবে মিশরে ফাতেমী সাম্রাজ্য যখন সংকটের মুখে, এমন সময় তাদের পতনের কফিনে শেষ পেরেকটি স্থাপন করেন ক্রুসেড জয়ী বীর গাজি সালাহুদ্দীন। ১১৭১ খ্রিঃ তিনি মিশর আক্রমণ করেন শেষ ফাতেমী শাসক আল আবাদকে পরাজিত করে ফাতেমী শাসনের পতন সুনিশ্চিত করেন।
আর ও পড়ুন
পঞ্চম অধ্যায়:- ইসলামের প্রসার এর সমস্ত MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here
খলিফা আবুবকর কীভাবে ভণ্ড নাবীদের দমন করেন? 👉 Click Here
হজরত ওমারের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here
কুরআন সংকলনের কারণ কী ছিল ?👉 Click Here
মজলিশ-উশ-সুরা কী ?👉 Click Here
পবিত্র চার খলিফার আমলে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও। 👉 Click Here
হজরত ওসমান গণি (রাঃ) বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল? 👉 Click Here
হজরত ওসমানের (রাঃ) আমলে গৃহবিবাদের কারণ কী ছিল?👉 Click Here
খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো। 👉 Click Here
খলিফায়ে রাশেদীন আমলের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 👉 Click Here
খারেজীদের কী উদ্দেশ্য ছিল?👉 Click Here
উটের যুদ্ধের নামকরণের তাৎপর্য কী ছিল অথবা উটের যুদ্ধ সম্বন্ধে কী জান ।👉 Click Here
সিম্ফিনের যুদ্ধের ফলাফল লেখো।👉 Click Here
মানুষ ও খলিফা হিসেবে হজরত আলীর মূল্যায়ন করো। 👉 Click Here
মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?👉 Click Here
তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রি.) সম্পর্কে কী জানো ? 👉 Click Here
ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো।👉 Click Here