পঞ্চম অধ্যায়:- ইসলামের প্রসার এর সমস্ত MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর।
সঠিক উত্তর নির্বাচন করো :
(1) ইউরোপীয় দেশ কখন মুসলমানদের অধিকারে এসেছিল - (a) ৭৩০ খ্রিঃ (b) ৭২৫ খ্রিঃ (c) ৭১২ খ্রিঃ (d) ৭১০ খ্রিঃ
উ:- (b) ৭১২ খ্রিঃ।
(2) তৎকালীন স্পেনের রাজধানী ছিল - (a) মাদ্রিদ (b) কর্ডোভা (c) কাইরো (d) বাগদাদ।
উ:- (b) কর্ডোভা।
(3) আব্দুর রহমান পৌত্র ছিলেন-(a) খলিফা হিসার (b) মুয়াবিয়া (c) আব্দুল মালিক (d) দ্বিতীড ওমর-এর।
উ:- (a) খলিফা হিশাব।
(4) স্পেনের ত্রাণকর্তা বলা হয়- (a) আল হাকামকে (b) প্রথম আব্দুর রহমানকে (c) দ্বিতীয় আব্দুর রহমানকে (d) তৃতীয় আব্দুর রহমানকে।
উ:- (d) তৃতীয় আব্দুর রহমানকে।
(5) মিশরে শাসন কায়েম হয়েছিল- (a) উমাইয়াদের (b) আব্বাসীয়দের (c) তুর্কিদের (d) ফাতেমীয়দের।
উ:- (d) ফাতেমীয়দের।
(6) দিল্লীর সুলতানির প্রতিষ্ঠা হয়—(a) ১২০৬ খ্রি. (b) ১২০৮ খ্রি. (c) ১২১০ খ্রি. (d) ১২১২ খ্রি.
উ:- (a) ১২০৬ খ্রি. ।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
(1) আব্দুর রহমান কত সালে কর্ডোভা অধিকার করে?
উঃ- ৭৫৬ খ্রি.।
(2) কার সময় কর্ডোভা বিশ্ববিদ্যালয় খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল ?
উ :- উমাইয়া খলিফা দ্বিতীয় হাকামের সময়।
(3) উজির মুহাম্মদ আবী কী উপাধি নিয়েছিলেন ?
উ: হাজিব আল মানসুর ।
(4) দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উ:- কুতুবুদ্দিন আইবক (১২০৬ খ্রি. ভারতে)।
(5) আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়
উ:- ইবনে খানদুনকে।
(6) মিশরে ফাতেমী বংশের প্রতিষ্ঠাতা কে ?
উ :- ওবায়দুল্লাহ আল মাহদী।
(7) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন
উঃ- ১৭ (সতের) বার।
(8) কে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন?
উ:- বাবর (১৫২৬ খ্রি.)।
(9) মধ্যযুগে স্পেনের রাজধানীর নাম কী ?
উঃ- কর্ডোভা।
(10) কে মালিকি মাযহাব প্রবর্তন করেন ?
উ:- খলিফা হিসাম মালিকি মাযহাব (স্পেনে) প্রবর্তন করেন।
(11) সাধারণভাবে কাদের ফাতেমীয় বলা হয় ?
উঃ সাধারণভাবে হজরত আলী (রাঃ) ও বিবি ফতেমার প্রত্যক্ষ বংশধরদের ফাতেমীর বলা হয়।
বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও
বামস্তম্ভ ডানস্তম্ভ
(a) সেলজুক ছিলেন (i) মাদ্রিদ
(b) স্পেনের বর্তমান রাজধানী (ii) তুর্কি জাতির খুজ গোত্র
(c) শিয়া সম্প্রদায় (iii) জিনের জন্মভূমি
(d) মহম্মদ বিন কাসেম (iv) ৭১২ খ্রিস্টাব্দে
(e) জেরুজালেম (v) কর্ডোভা
( vi) মিশরের ফাতেমীয় বংশ
উ: (a) - (ii). (b) - (i), (c) - (vi), (d) - (iv), (e) - (iii).
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
■ তরাইনের দ্বিতীয় যুদ্ধ করে কাদের মধ্যে সংঘটিত হয়?
উ : তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রি. মুহাম্মদ ঘুরী ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে মুহাম্মদ ঘুরী জয়লাভ করে ভারতে মুসলিম শাসনের সূচনা করেন।
প্রথম পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়
উত্তর - প্রথম পানিপথের যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদী ও মুঘল সম্রাট বাবর এর মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে মুঘল সম্রাট বাবর জয়লাভ করে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে।
আর ও পড়ুন
খলিফা আবুবকর কীভাবে ভণ্ড নাবীদের দমন করেন? 👉 Click Here
হজরত ওমারের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here
কুরআন সংকলনের কারণ কী ছিল ?👉 Click Here
মজলিশ-উশ-সুরা কী ?👉 Click Here
পবিত্র চার খলিফার আমলে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও। 👉 Click Here
হজরত ওসমান গণি (রাঃ) বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল? 👉 Click Here
হজরত ওসমানের (রাঃ) আমলে গৃহবিবাদের কারণ কী ছিল?👉 Click Here
খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো। 👉 Click Here
খলিফায়ে রাশেদীন আমলের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 👉 Click Here
খারেজীদের কী উদ্দেশ্য ছিল?👉 Click Here
উটের যুদ্ধের নামকরণের তাৎপর্য কী ছিল অথবা উটের যুদ্ধ সম্বন্ধে কী জান ।👉 Click Here
সিম্ফিনের যুদ্ধের ফলাফল লেখো।👉 Click Here
মানুষ ও খলিফা হিসেবে হজরত আলীর মূল্যায়ন করো। 👉 Click Here
মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?👉 Click Here
তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রি.) সম্পর্কে কী জানো ? 👉 Click Here
ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো।👉 Click Here