তৃতীয় খলিফা- ওসমান গণি (রাঃ) সমস্ত MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর।
সঠিক উত্তর নির্বাচন করো
(1) হজরত ওসমানের সময় পারস্য সম্রাট ছিল - (a) ইয়াজদজদ (b) ম্যানুয়েল (c) আমর বিন আস (d) আবুও রাখদা
উ :- (a) ইয়াজদজদ।
(2) হজরত ওসমানের জন্ম হয় -(a) ৫৭০ খ্রিঃ (b) ৫৭৬ খ্রিঃ (c) ৫৮০ খ্রিঃ (d) ৫৮৫ খ্রিঃ
উ: (b) ৫৭৬ খ্রিঃ।
(3) ওসমানের আমলের অন্যতম কীর্তি ছিল।-(a) মক্কায় রাজধানী স্থাপন (b) খলিফাকে অপসারণ (c) কুরআন সংকলন (d) বাগদাদকে সুরক্ষিত করা
উ: (c) কুরআন সংকলন ।
(4) হজরত ওসমানের খেলাফত কাল ছিল - (a) ১২ বছর (b) ১০বছর (c) ২০ বছর (d) ৩০ বছর
উ:- (a) ১২ বছর।
(5) ওসমান ( রা:) জন্মগ্রহণ করেন - (a) কুরাইশ বংশে (b) হাশেমী বংশে (c) বানু কায়নোকা (d) ইহুদি গোত্রে
উ :- (a) কুরাইশ বংশে।
(6) হজরত ওসমানের (রাঃ) মৃত্যু ঘটে-(a) কারবালার প্রান্তরে (b) বদর যুদ্ধে (c) গৃহবিবাদের ফলে (d) কোনোটাই নয়
উঃ- (c) গৃহবিবাদের ফলে।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
(1) গণি কথার অর্থ কী ?
উঃ- গণি কথার অর্থ ধনী ব্যক্তি।
(2) হজরত ওসমান (রাঃ)-কোন বংশে জন্মগ্রহণ করেন ?
উ:- হজরত ওসমান (রাঃ) উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন।
(3) মিশরের বিদ্রোহ দমনে প্রধান সেনাপতি কে ছিলেন?
উঃ- মিশরের বিদ্রোহ দমনে প্রধান সেনাপতি ছিলেন আমর বিন আস।
(4) হজরত ওসমান (রাঃ) কোন বছর খেলাফতে বসেন?
উ:- হজরত ওসমান (রাঃ) ৬৭৪ খ্রিঃ খেলাফতে বসেন।
(5) কত বছর বয়সে হজরত ওসমান (রাঃ) ইসলাম ধর্মগ্রহণ করেন ?
উ:- ৩৪ বছর বয়সে হজরত ওসমান (রাঃ) ইসলাম ধর্মগ্রহণ করেন।
(6) সাইপ্রাস কে দখল করেন ?
উ: মুসাবিয়াহ (রাঃ)।
(7) মারওয়ান কে ছিলেন?
উঃ- মারওয়ান ছিলেন হজরত ওসমান (রাঃ)-এর একজন মন্ত্রী।
বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও
বামস্তম্ভের ডানস্তম্ভ
(a) কুরআন সংকলন (i) ইথিওপিয়া
(b) উম্মে কুলসুম (রাঃ) (ii) ৬৭০ খ্রিঃ
(c) আবিসিনিয়া (iii) মহানবীর কন্যা
(d) খোদাবক্স (iv) ঐতিহাসিক
উ: (a) (ii), (b) - (iii). (c) - (i), (d) - (iv)
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
(1) হজরত ওসমান (রাঃ)-কে গণি বলা হয় কেন ?
উ: গণি কথার অর্থ হল ধনী। ইসলাম গ্রহণের পূর্বে থেকেই হজরত ওসমান (রাঃ) মক্কার ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ছিলেন। তাই তাকে গণি বলা হয়।
(2) হজরত ওসমান (রাঃ)-কে জুননুরাইন বলা হয় কেন?
উ : - জুননুরাই কথার অর্থ হল দুই নূর বা দুই জ্যোতির অধিকারী। হজরত ওসমান (রাঃ) রসুলুল্লাহ (সঃ) এর দুই কন্যা রকাইয়া ও উম্মে কুলসুম (রাঃ)-কে পরস্পর বিবাহ করেছিলেন বলে তাকে জুননুরাইন বলা হয়।
আর ও পড়ুন
খলিফা আবুবকর কীভাবে ভণ্ড নাবীদের দমন করেন? 👉 Click Here
হজরত ওমারের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here
কুরআন সংকলনের কারণ কী ছিল ?👉 Click Here
মজলিশ-উশ-সুরা কী ?👉 Click Here
পবিত্র চার খলিফার আমলে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও। 👉 Click Here
হজরত ওসমান গণি (রাঃ) বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল? 👉 Click Here
হজরত ওসমানের (রাঃ) আমলে গৃহবিবাদের কারণ কী ছিল?👉 Click Here
খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো। 👉 Click Here
খলিফায়ে রাশেদীন আমলের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 👉 Click Here
খারেজীদের কী উদ্দেশ্য ছিল?👉 Click Here
উটের যুদ্ধের নামকরণের তাৎপর্য কী ছিল অথবা উটের যুদ্ধ সম্বন্ধে কী জান ।👉 Click Here
সিম্ফিনের যুদ্ধের ফলাফল লেখো।👉 Click Here
মানুষ ও খলিফা হিসেবে হজরত আলীর মূল্যায়ন করো। 👉 Click Here
মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?👉 Click Here
তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রি.) সম্পর্কে কী জানো ? 👉 Click Here
ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো।👉 Click Here