প্রথম অধ্যায় : খলিফা ওমর (রা:) সমস্ত MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর।

 সঠিক উত্তর নির্বাচন করো 

1) হজরত ওমর (রাঃ) ছিলেন--(a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ খলিফা

উ:- (b) দ্বিতীয়।

 2) হজরত ওমর (রাঃ) খেলাফতে ছিলেন -- (a) ২বছর (b) ১০ বছর (c) ৩০ বছর (d) ৩৫ বছর

উ:-(b) ১০ বছর।

3) হজরত ওমর (রাঃ) চালু করেন-- (a) আদম সুমারি (b) পারস্য অভিযান (c) জাকাত দান (d) হজ প্রথা

 উ :-(a) আদম সুমারি।

 4) পারস্যের রাজধানী ছিল--(a) মিশর (b) মক্কা (c) জেরুজালেম (d) মাদাইন

 উ:- (d) মাদাইন।

 5) মজলিশ-উশ-সুরার স্থান ছিল --(a) শুধু মুসলিমদের (b) শুধু ইহুদীদের (c) শুধু খ্রিস্টানদের (d) মুসলিম ও অমুসলিমদের

উ:- (d) মুসলিম ও অমুসলিমদের।

 6) হজরত ওমর (রাঃ) -এর আমলে চালু হয় - (a) হিজরীসন (b) গুপ্তাঙ্গ (c) সশব্দ (d) ইহুবিবর্ষ

 উ :- (a) হিজরীসন

7) ওমরের (রাঃ) সময় রোমের রাজধানী ছিল--(a) সিরিয়া (b) কুফা (c) ইন্ট্যাক (d) বসরা

 উ:- (d) বসরা।


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রঃ- মজলিস-উশ-শুরা-এর অর্থ কী ?

 উঃ- মন্ত্রনা সভা।

 প্র:- হজরত আবু বকর (রা:) কত হিজরীতে খলিফা নির্বাচিত হন?

উঃ- ১১ হিজরীতে।

 প্র:-  হজরত ওমর (রা:)-এর পিতার নাম কী ?

 উঃ- খাত্তাব

প্র:- পুলিশ বিভাগের প্রধানকে কী বলা হত?

 উঃ- দিওয়ান-ই শুরতা।

প্র:- কাকে ফারুক বলা হয় ?

উ:- হজরত ওমর (রাঃ) কে ফারুক বলা হয়।

প্র:- ফারুক শব্দের অর্থ কী ?

 উ : ফারুক শব্দের অর্থ সত্যকে মিথ্যা থেকে পৃথক করা।

 প্র:-  হজরত ওমর (রাঃ)-কত খ্রিঃ জন্মগ্রহণ করেন?

 উ : হজরত ওমর (রাঃ) ৫৮৩ খ্রিঃ জন্মগ্রহণ করেন।

প্র:- হজরত ওমর (রাঃ) কবে খলিফা পদে নির্বাচিত হন?

উ :- হজরত ওমর (রাঃ) ৬৩৪ খ্রিঃ খলিফা পদে নির্বাচিত হন।

 প্র:- হজরত ওমর (রাঃ) কত বছর বয়সে ইসলাম ধর্মগ্রহণ করেন ?

 উ:- ৩০ বছর বয়সে।

প্র:- প্রদেশ এবং জেলার শাসনকর্তাদের কী বলা হয় ?

 উঃ- ওয়ালি

প্র:-  হজরত ওমর (রাঃ) কবে ইন্তেকাল করেন ?

 উ:- ৬৪৪ খ্রিঃ

প্র:- ওমরের (রাঃ) আমলে বিচার ব্যবস্থার প্রধান কে ছিলেন?

উ :-  খলিফা স্বয়ং।

প্র:- জিজিয়া কাকে বলে ?

 উ :- অমুসলিম নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষার জন্য জিজিয়া কর দিতে হতো।

প্র:- হজরত ওমর (রাঃ) -এর পিতা ও মাতার নাম কী ? 

উ: হজরত ওমর (রাঃ) -এর পিতার নাম খাত্তাব ও মাতার নাম হানতামা।

 প্র:- হজরত ওমর (রাঃ) সময় রোমান সম্রাট কে ছিলেন?

 উঃ- হিরাক্লিয়াস


বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও


         বামস্তম্ভ                          ডানস্তম্ভ

 (a) জেলা শাসক                (i) ঐতিহাসিক 

  (b) মিশরের রাজধানী       (ii) প্রদেশের শাসক

   (c) আমীর আলী              (iii) আমীর

   (d)  ওয়ালি                       (iv) কায়রো

                   

 উ:- (a) - (iii), (b) - (iv). (c) - (i), (d) - (ii)


 সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

(1) হজরত ওমর (রাঃ)-কে ফারুক বলা হয় কেন?

 উ:- হজরত ওমর (রাঃ) মিথ্যা থেকে সত্যকে পৃথক করতে পারতেন। তাই হজরত মুহাম্মদ (সঃ) হজরত ওমর (রাঃ) কে আল ফারুক উপাধিতে ভূষিত করেন।

 (2) হজরত ওমর (রাঃ) সাম্রানাকে কয়টি প্রদেশে ভাগ করেন ও কী কী ?

উ:-  হজরত ওমর (রাঃ) তাঁর সমগ্র মুসলিম সাম্রাজ্যকে আটটি প্রদেশে ভাগ করেন। যথা- মক্কা, মদিনা, সিরিয়া, বসরা, কুফা, মিশর, প্যালেস্তাইন ও জর্জিয়া।

(3) সাইফুল্লাহ কে কাকে দিয়েছিলেন?

উ:- সাইফুল্লাহ কথার অর্থ হল আল্লাহের তরবারী। মুতার যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য হজরত মুহাম্মদ (সঃ) তার সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে এই উপাধি দিয়েছিলেন।

           আর ও পড়ুন 

খলিফা আবুবকর কীভাবে ভণ্ড নাবীদের দমন করেন?  👉 Click Here

হজরত ওমারের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।  👉 Click Here

কুরআন সংকলনের কারণ কী ছিল ?👉 Click Here

মজলিশ-উশ-সুরা কী ?👉 Click Here

পবিত্র চার খলিফার আমলে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও। 👉 Click Here

হজরত ওসমান গণি (রাঃ) বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল? 👉 Click Here

হজরত ওসমানের (রাঃ) আমলে গৃহবিবাদের কারণ কী ছিল?👉 Click Here

খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো। 👉 Click Here

খলিফায়ে রাশেদীন আমলের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 👉 Click Here

খারেজীদের কী উদ্দেশ্য ছিল?👉 Click Here

উটের যুদ্ধের নামকরণের তাৎপর্য কী ছিল অথবা উটের যুদ্ধ সম্বন্ধে কী জান ।👉 Click Here

সিম্ফিনের যুদ্ধের ফলাফল লেখো।👉 Click Here

মানুষ ও খলিফা হিসেবে হজরত আলীর মূল্যায়ন করো। 👉 Click Here

মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?👉 Click Here

তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রি.) সম্পর্কে কী জানো ? 👉 Click Here

ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো।👉 Click Here

ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉 Click Here


দ্বিতীয় অধ্যায় :  খলিফা ওমর (রা:) সমস্ত  MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×