হজরত আবু বকরের সময় খেলাফতের সমস্যাগুলি উল্লেখ করো।

 উত্তর:- ৬৩২ খ্রিঃ হজরত মুহাম্মাদের (সঃ) মৃত্যুর পর ইসলামী সাম্রাজ্যে বিরাট শূন্যতার সৃষ্টি হয়। সেই শূন্যতা পূরণের জন্য সৃষ্টি হয় খলিফা পদ। সর্বসম্মতিক্রমে হজরত আবু বাকর (রঃ) প্রথম খলিফা নির্বাচিত হয়ে সেই শূন্যতার অনেকটাই পূরণ করেন। আমৃত্যু দুবছর খলিফা পদে  থেকে সমস্যার সমাধান ও বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে ইসলামী সাম্রাজ্যকে রক্ষা করেন। তার খেলাফতকালে প্রধান সমস্যাগুলি হল-

(i) খেলাফতের সমস্যা : হজরত মুহাম্মাদের (সঃ) মৃত্যুর পর তার উত্তরাধিকারী খলিফা। পদ নিয়ে মতপার্থক্য দেখা দেয়। আনসার, মুহাজির ও কুরাইশ সম্প্রদায় খলিফা পদ দাবি করেন। এমতাবস্থায় হজরত উমারের (রঃ) প্রচেষ্টায়, হজরত আবু বাকর খলিফা নির্বাচিত হলে সমস্যার সমাধান হয়।

(ii) ভন্ড নবীর আবির্ভাব : খলিফা আবু বাকরের (রঃ) জামানার সবথেকে বড়ো সমস্যা ছিল ভণ্ডনাবীদের আবির্ভাব। মোসায়লামা, সাজাহ, আসওয়াদ প্রমুখগণ, নাবীর দাবি করে বিদ্রোহ করতে থাকে। খলিফা আবু বাকর (রঃ) অতি সুকৌশলে সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে দিয়ে তাদের দমন করেন। ইসলামকে রক্ষা করেন।

(iii) জাকাত অস্বীকার : খলিফা আবু বাকরের সময় বানু আবস বানু সাবিয়ান প্রমুখ গোত্র চক্রান্তে পড়ে জাকাত দিতে অস্বীকার করে। জাকাতকে আর্থিক ক্ষতি বলে মনে করে। অথচ জাকাত হল ইসলামের একটি স্তম্ভ। অপপ্রচারের পূর্বেই খলিফা আবু বাকর অতি সুকৌশলে তাদেরও দমন করেন। এভাবেই তিনি সমস্যার সমাধান করে ইসলামকে রক্ষা করেন।


হজরত আবু বকরের সময় খেলাফতের সমস্যাগুলি উল্লেখ করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×