প্রথম অধ্যায় : প্রথম খলিফা আবু বকর (রা:) সমস্ত MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর।

 সঠিক উত্তর নির্বাচন করো :

 1) হজরত আবু বকর (রা:) খলিফা ছিলেন-(a) ১০ বছর (b) ২ বছর (c) ১৩ বছর (d) ৫ বছর।

 উ :- (b) ২ বছর।

2) প্রথম খলিফা ছিলেন -(a) হজরত আলি (b) হজরত আবুবকর (c) হজরত ওসমান (d) হজরত ওমর (রাঃ)

  উ :- (b) হজরত আবুবকর (রা:)।

 3)প্রথম চার খলিফাদের বলা হয় -(a) খোলাফায়ে রাশেদিন (b) সেরে খোদা (c) সিদ্দীক (d) গোষ্ঠীপ্রধান

 উ:- (a) খোলাফায়ে রাশেদিন।

 4) নতুন ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা-- (a) আবুবকর (রাঃ) (b) ওমার (রাঃ) (c) উসমান (রাঃ) (d) আলী (রাঃ)

 উ:- (a) আবুবকর (রাঃ)।

5) পারস্য শাসনকর্তা হরমুজের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ হয় - (a) আজনাদায়েন যুদ্ধে (b) শিকলের যুদ্ধে (c) বদরের যুদ্ধে (d) খন্দরের যুদ্ধে

  উ :- (b) শিকলের যুদ্ধে।

 6) হজরত আবুবকর (রাঃ) ইন্তেকাল করেন- (a) ৬২২ খ্রিঃ (b) ৬৩০ খ্রিঃ (c) ৬৩৪ খ্রিঃ (d) ৬৪০ খ্রিঃ

 উঃ- (c) ৬৩৪ খ্রিঃ।

 7) " ভক্ত পয়গম্বরদের দমন করেন-(a) মহাবীর খালিদ (b) ওসমান (c) হজরত আলী (d) কোনোটিই নয়

  উ :-(a) মহাবীর খালিদ।

 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1) হজরত আবুবকর (রাঃ)-এর পিতা ও মাতার নাম কী ?

উ:- হজরত আবুবকর (রাঃ) এর পিতা মাতার নাম-ওসমান ও স্মানাখায়ের সামা। 

2) সাইফুল্লাহ উপাধি কে লাভ করেছিলেন?

 উঃ- খালিদ বিন অলীদ।

3) আবুবকর (রাঃ)-এর আমলে রোমান সম্রাট কে ছিলেন ? 

উঃ- হিরাক্লিয়াস

 4) সিদ্দিক কাকে বলা হয় ?

 উঃ- সিদ্দিক হজরত আবুবকর (রাঃ) কে বলা হয়।

 5) হজরত আবুবকর (রাঃ)-কোন বংশে জন্মগ্রহণ করেন ?

 উ: হজরত আবুবকর ৫৭৩ খ্রিঃ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। 

6) সিদ্দিক শব্দের অর্থ কী ? 

 উঃ সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী।

7) আতিক' শব্দের অর্থ কী ?

উ:- 'আতিক' শব্দের অর্থ মর্যাদাশালী। 

 8) হজরত আবুবকরের সময় পারস্যের সম্রাট কে ছিলেন?

 উ: হজরত আবুবকরের সময় পারস্যের সম্রাট ছিলেন খসরু পারভেজ।

 9) আবুবকর (রাঃ)-এর আমলে রোমান সম্রাট কে ছিলেন?

 উঃ-- হিরাক্লিয়াস


  বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও


  ডানস্তম্ভ                                    বামস্তম্ভ 

(a) তুরস্কের সুলতান           (i)ইসলামের রক্ষাকারী   

(b) আয়েসা                     (ii) কামাল  আতাতুর্ক 

 (c) আবুবকর (র               (iii) রসুলুল্লাহ (সাঃ) স্ত্রী


 উ:- (a) (ii), (b) - (iii). (c) - (i)


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


প্র: হজরত আবু বকর (রা:) কে সিদ্দীক বলা হয় কেন ?

 উ:- হজরত মুহাম্মদ (সা.)-এর মিরাজ বা উর্দ্ধ জগত ভ্রমণের ঘটনা তিনিই সর্বপ্রথম বিশ্বাস করেন। তাই হজরত আবু বকর (রা:) কে সিদ্দীক (সত্য নিষ্ঠ) বলা হয়।

প্র: খলিফা বলতে কী বোঝ?

 উ :- খলিফা কথার অর্থ হল প্রতিনিধি বা উত্তরাধিকারী। হজরত মুহাম্মদ (সা:)-এর মৃত্যুর পর যারা তাঁর প্রতিনিধি বা স্থলাভিষিক্ত হয়ে ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেছিলেন, তাদের বলা হয় খলিফা।

 প্র:- রিদ্দার যুদ্ধ কী ?

 উ: হজরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর সকল নব দীক্ষিত মোনাফেক মুসলিম ও বেদুইন জাতি ইসলাম বর্জন করে তাদের পূর্বেকার পৌত্তলিক ধর্মে ফিরে যেতে থাকে। তারা জাকাত কর দিতে অস্বীকার করে। ধর্মত্যাগী এই সমস্ত লোককে ইসলাম ধর্মে ফিরিয়ে আনার জন্য আবুবকর (রাঃ) যে যুদ্ধ করেছিলেন তা রিদ্দার যুদ্ধ নামে খ্যাত। 

প্র :- খোলাফায়ে রাশেদীন বলতে কী বোঝ ?

  উ: খলিফা শব্দটি আরবী খলিফা শব্দের বহু বচন, যার অর্থ হল প্রতিনিধি বা উত্তরাধিকারী। হজরত মুহাম্মদ (সাঃ) মৃত্যুর পর হজরত আবুবকর, ওমর, ওসমান ও আলী (রাঃ) এই চারজন পরপর খলিফা নির্বাচিত হয়ে হজরত মুহাম্মদ (সাঃ) পুরোপুরি রীতি নীতি অনুসরণ করে ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। এই চারজন একত্রে খোলাফায়ে রাশেদীন নামে পরিচিত


        আর ও পড়ুন 

খলিফা আবুবকর কীভাবে ভণ্ড নাবীদের দমন করেন?  👉 Click Here

হজরত ওমারের শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।  👉 Click Here

কুরআন সংকলনের কারণ কী ছিল ?👉 Click Here

মজলিশ-উশ-সুরা কী ?👉 Click Here

পবিত্র চার খলিফার আমলে রাজস্ব ও বিচার ব্যবস্থার বিবরণ দাও। 👉 Click Here

হজরত ওসমান গণি (রাঃ) বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল? 👉 Click Here

হজরত ওসমানের (রাঃ) আমলে গৃহবিবাদের কারণ কী ছিল?👉 Click Here

খোলাফায়ে রাশেদীনদের অবসানের কয়েকটি উল্লেখযোগ্য দিক আলোচনা করো। 👉 Click Here

খলিফায়ে রাশেদীন আমলের শাসনব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 👉 Click Here

খারেজীদের কী উদ্দেশ্য ছিল?👉 Click Here

উটের যুদ্ধের নামকরণের তাৎপর্য কী ছিল অথবা উটের যুদ্ধ সম্বন্ধে কী জান ।👉 Click Here

সিম্ফিনের যুদ্ধের ফলাফল লেখো।👉 Click Here

মানুষ ও খলিফা হিসেবে হজরত আলীর মূল্যায়ন করো। 👉 Click Here

মিশরের ফাতেমিয়দের পতনের কারণ কী?👉 Click Here

তরাইনের দ্বিতীয় যুদ্ধ (১১৯২ খ্রি.) সম্পর্কে কী জানো ? 👉 Click Here

ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো।👉 Click Here

ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉 Click Here


প্রথম অধ্যায় :- প্রথম খলিফা আবু বকর (রা:) সমস্ত MCQ ও SAQ প্রশ্ন ও উত্তর।




  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×