স্পেনে উমাইয়া শাসনের উত্থানে আব্দুর রহমানের অবদান আলোচনা করো।

  ভূমিকা : আবদুর রহমান আদ দাখিল কর্তৃক স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠা পৃথিবীর ইতিহাসে একটি চমকপ্রদ ঘটনা। আব্বাসী খলিফাদের হাত থেকে মুক্তি পেতে তিনি বিভিন্ন দেশ ঘুরে স্পেনে পৌঁছান উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন, যা প্রায় সাত শতক পর্যন্ত স্থায়ী ছিল।

পটভূমি : ৭৫০ খ্রিঃ যাবের যুদ্ধে উমাইয়াদের পরাজিত করে আবুল আব্বাস আব্বাসী বংশের সূচনা হয়। ‘আস্সাফফাহ' উপাধি নিয়ে উমাইয়াদের ওপর প্রতিশোধ গ্রহণের পণ করেন। এমতাবস্থায় খলিফা হিসামের পৌত্র আবদুর রহমান ভাগ্যক্রমে রক্ষা পেয়ে বিভিন্ন দেশ মরক্কোয় অবস্থান করেন। সেখান থেকে ৭৫৫ খ্রিঃ স্পেনে গিয়ে পৌঁছান।

প্রতিষ্ঠা : এই সময়ে স্পেনের রাজনৈতিক অবস্থা ছিল সংকটময়। হিমারীয় ও মুদারীয়দের সম্প্রদায়ের গোত্র কোন্দল প্রকট আকার ধারণ করেছিল, মুদারীয় শাসক ইউসুফের কুশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে তার অপসারণের সুযোগ খুঁজছিল। বিভিন্ন প্রদেশের প্রাদেশিক শাসকগণ বিদ্রোহ ঘোষণা করেছিলেন এই পরিস্থিতির সুযোগ নিয়ে আবদুর রহমান মরক্কো থেকে বদর নামে এক দূতকে স্পেনে পাঠান। তিনি স্পেনে গিয়ে উমাইয়া সমর্থক দলপতি আবদুল্লাহ ও উবায়দুল্লাহর সহযোগিতা পান। সেখানকার হিমারীয় ও বর্বরদের সমর্থন লাভ করেন এবং আবদুর রহমানকে স্পেন আক্রমণ করার আহ্বান জানান। আবদুর রহমান স্পেন আক্রমণ করলে শাসকগণ প্রথমে সন্ধির প্রস্তাব দেন, কিন্তু আবদুর রহমান তা প্রত্যাখ্যান করেন। অবশেষে ৭৫৬ খ্রিঃ উভয়ের মধ্যে মাসারার যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে ইউসুফ পরাজিত ও নিহত হয়। আবদুর রহমান স্পেন দখল করে উমাইয়া শাসনের সূচনা করেন। দীর্ঘ প্রায় বাইশ বছর সাম্রাজ্য পরিচালনা করেন।

       আর ও পড়ুন 







উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here

উমাইয়া বংশের SAQ  ও MCQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here 

ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉Click Here


স্পেনে উমাইয়া শানের উত্থানে আব্দুর রহমানের অবদান আলোচনা করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×