দ্বিতীয় ওমরের কয়েকটি উল্লেখযোগ্য কাজ লেখো।

 উত্তর :- খলিফা সুলাইমানের মৃত্যুর পর ওমর-বিন-আব্দুল আজিজ (দ্বিতীয় ওমর) সিংহাসনে বসেন। উমাইয়া শাসকদের মধ্যে উন্নত সৎ চরিত্রের জন্য তাঁকে উমাইয়া সাধক ও বলা হয়। প্রথম চার পবিত্র খলিফাদের মতো তিনি ধার্মিক, ন্যায় ও কর্তব্যপরায়ণ, সরল ও সৎপ্রকৃতির খলিফা ছিলেন। এজন্য অনেকেই পঞ্চম ধার্মিক খলিফা বলে থাকে। কুরআন ও হাদীস-এর কথামতো তিনি শাসনকার্য পরিচালনা করেন। ধনী-দরিদ্র, আরব-অনারব সকলেই তাঁর নিকট সমান ছিল। তিনি ছিলেন গরিবদের প্রকৃত বন্ধু। তিনি বিশেষ কয়েকটি উল্লেখযোগ্য কাজ করেছেন তা হলো-

 (১) তিনি হজরত আলী (রাঃ) ও তাঁর উত্তরসুরিদের (বংশধর) প্রতি সৎ ব্যবহার এবং সম্মান দেখিয়েছেন।

 (২) অনাবর এবং আরব মুসলমানদের মধ্যে বৈষম্য দূর করেছেন।

(৩) তাঁর রাজস্ব নীতি উন্নতি লাভ করেছিল।

(৪) খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি তিনি উদার ব্যবহার করেছিলেন।

(৫) ইসলাম প্রচার ও প্রসারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে ছিলেন। মাত্র তিন বছরের অত্যন্ত গৌরব জনকভাবে ইসলামী সাম্রাজ্য সুষ্ঠুভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করেন। তিনি ৭২০ খ্রিঃ ফেব্রুয়ারি মাসে মাত্র ৩১ বছর বয়সে শুক্রবার দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

        আর ও পড়ুন 






উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here

স্পেনে উমাইয়া শানের উত্থানে আব্দুর রহমানের অবদান আলোচনা করো। 👉 Click Here 

উমাইয়া বংশের SAQ  ও MCQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here 

ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉Click Here


দ্বিতীয় ওমরের কয়েকটি উল্লেখযোগ্য কাজ লেখো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url