টীকা লেখো : উমাইয়া যুগের শিল্প-সংস্কৃতি?
উত্তর :- হজরত আমীর মুয়াবিয়ার হাত ধরে ৬৬১ খ্রিঃ উমাইয়া খেলাফতের সূচনা হয়। দীর্ঘ প্রায় নব্বই বছর ধরে চৌদ্দজন খলিফা সাম্রাজ্য পরিচালনা করেন। এই সময়ে শিল্প-সংস্কৃতির খুব উন্নতি হয়েছিল বিশেষত আব্দুল মালিকের সময় প্রভূত উন্নয়ন হয়েছিল।
উমাইয়া শাসকদের অধিকাংশই ছিল শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক। উমাইয়া শাসকরা শিক্ষা-সংস্কৃতির উন্নয়নের বহু সম্ভবও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আরবী ভাষা ও ব্যাকরণ ছিল শিক্ষার প্রধান ক্ষেত্র। খালিদ ইবনে আহমদ বসরাতে সর্বপ্রথম আরবী অভিধান রচনা করেছিলেন। কাব্য ও ব্যাকরণ অভিধান, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, তপসীর, হাদীস, ফেকাহ, শিল্প, বাণিজ্য, নাচগান, স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটেছিল। খলিফা হিশামের সময়ে গ্রিকদের চিকিৎসা ও জ্যোর্তিবিদ্যা আরবীতে অনুবাদ হয়েছিল। ফলে জ্ঞান-বিজ্ঞানের প্রগতির পথ সুপ্রসারিত হয়েছিল। এছাড়া হাদীসবিদ হিসাবে আবুল আসাদুল্লা, ইতিহাসবিদ হিসাবে ওহাব ঐ সময়ে বিশেষ খ্যাতি পেয়েছিল।
আর ও পড়ুন
উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here
স্পেনে উমাইয়া শানের উত্থানে আব্দুর রহমানের অবদান আলোচনা করো। 👉 Click Here
উমাইয়া বংশের SAQ ও MCQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here