উমাইয়া বংশের পতনের কারণগুলি আলোচনা করো।

ভূমিকা :- ভাঙা-গড়া, উত্থান পতন পৃথিবীর চিরন্তন নিয়ম। উমাইয়া বংশ ওএর ব্যতিক্রন নয়। ৬৬১ খ্রি. মোয়াবিয়ার হাত ধরে যে বংশের সূচনা হয়েছিল, ৭৫০ খ্রি. যাবের যুদ্ধে  উমাইয়া পতনের মাধ্যমে এ রাজবংশের চিরপতন ঘটে।

উমাইয়া বংশের পতনের কারণ সমূহ:-  

(১) ইসলামের মৌলিক আদর্শে আঘাত:-  হজরত আলী (রা:) ও তাঁর পরিবারকে খিলাফত থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতা দখল করাই ইসলামের মৌলিক আদর্শে আঘাত হানা হয় - যা উমাইয়া খলিফাদের পতনকে ত্বরান্বিত করে।

(২) শাসকদের দুর্বলতা : উমাইয়া খিলাফতের পতনের অন্যতম কারণ ছিল শাসক শ্রেণীর দুর্বলতা অনেক খলিফাই ধর্ম ও সাম্রাজ্যের কথা চিন্তা না করে বিলাসিতায় গা ভাসিয়ে দেন। ফলে তাদের দুর্বলতা প্রকাশ পায়।

(৩) খলিফাদের অযোগ্যতা ও বিলাসিতা : উমাইয়া বংশের খলিফাদের আযোগ্যতার জন্য সাম্রাজ্যের সর্বত্র বিদ্রোহ দেখা দিয়েছিল। তাদের দুর্বলতার আড়ম্বর প্রিয় জীবন ও রাজকোশ শূন্যতা এই বংশের পতন ডেকে এনেছিল।

(৪) সুষ্ঠ উত্তরাধিকার নীতির অভাব : খিলাফতের উত্তরাধিকারী নিয়োগের সুষ্ঠ ও সুনির্দিষ্ট নীতির অভাবই আমীর ওমরাহদের মধ্যে দ্বন্দ্ব কলহ লেগে থাকত। যার দরুন উমাইয়া বংশের স্থায়িত্ব ও ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।

(৫) চরিত্রহীনতা : কয়েকটি শাসক ব্যতীত অধিকাংশ খলিফারা চরিত্রহীন ছিলেন। তাঁরা মদ্যপান, বিদেশী রমনী ও কৃতদাসদের সাথে অবৈধ মেলামেশা করতেন। এই চরিত্রহীন শাসকরা জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল। (৬) মক্কা ও মদিনার অবমাননা : পবিত্র মক্কার কাবা ঘর ধ্বংস সাধন (ইয়াজিদ কর্তৃক) এবং মদিনার পবিত্রতা নষ্ট প্রভৃতি কারণ মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল। ধর্মপ্রাণ মুসলমানরা এর প্রত্যুত্তরের জন্যে প্রস্তুত হচ্ছিল।

(৭) সাম্রাজ্যের বিশালতা : উমাইয়া শাসনামলে পূর্বে সিন্ধু থেকে পশ্চিম আটলান্টিক মহাসাগর পর্যন্ত মুসলিম সাম্রাজ্য ব্যাপক বিস্তার লাভ করেছিল। ফলে একটি কেন্দ্র থেকে সমগ্র রাষ্ট্রকে শাসন করা অসম্ভব হয়ে পড়ে।

(৮) আব্বাসী আন্দোলন : আব্বাসীয়রা প্রচার করেছিল যে তারা মুহাম্মদ (সা:) এবং আলী (রা:) পুন:প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। ধর্মপ্রাণ মুসলমানরা আব্বাসীয়দের ডাকে সাড়া দেয়। অবশেষে যাবের যুদ্ধে (৭৫০ খ্রি.) দ্বিতীয় মামোয়ানকে তারা হত্যা করে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠা করে।

(৯) উপসংহার : উপরি উক্ত আলোচনার উপর ভিত্তি করে বলা হয় যে, ধরাতে যা জাতি যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, ধ্বংসের হাত থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারেনি, তার পতন অনিবার্য। উমাইয়াদের ক্ষেত্রের এর ব্যাতিক্রম ঘটে ৬৬১-৭৫০ সাল- পর্যন্ত সুদীর্ঘকাল প্রায় একশত বছর উমাইয়া সাম্রাজ্য চলার পর অবশেষে পতনের কোলে ঢোলে পড়ে।

        আর ও পড়ুন 






উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here

স্পেনে উমাইয়া শানের উত্থানে আব্দুর রহমানের অবদান আলোচনা করো। 👉 Click Here 

উমাইয়া বংশের SAQ  ও MCQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here 

ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉Click Here


উমাইয়া বংশের পতনের কারণগুলি আলোচনা করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×