উমাইয়া বংশের SAQ ও MCQ প্রশ্ন ও উত্তর।

 উমাইয়া বংশের MCQ প্রশ্ন ও উত্তর 

1) উমাইয়া বংশের সূচনা করেন-(a) আব্দুল মালিক (b) আমীর মোয়াবিয়া (c) দ্বিতীয় ওমর (d) সুলাইমান

উ :- (b) আমীর মোয়াবিয়া।

2) সিরিয়ার দামাস্কাসে ছিল-(a) আব্বাসীয়দের (b) উমাইয়াদের (c) তুর্কীদের (d) বার্মাকীয়দের রাজধানী।

উ : (b) উমাইয়াদের রাজধানী।

3) কারবালার যুদ্ধ সংঘটিত হয়-(a) মহরম (b) রজর (c) জিলহ্বজ (d) সাওয়ান মাসে।

 উ:- (a) মহরম মাসে।

 4) উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক বলা হয় -(a) প্রথম ওয়ালিদ (b) আব্দুল মালিক (c) হিমাস (d) ইয়াজিদকে

 উ:- (b) আব্দুল মালিককে

 5) পঞ্চম পবিত্র খলিফা ছিলেন--(a) দ্বিতীয় ওমর (b) সুলাইমান (c) মারওয়ান (d) কোনোটিই নয়।

 উ :- (a) দ্বিতীয় ওমর।


উমাইয়া বংশের SAQ প্রশ্ন ও উত্তর 

 1) আমিরে মুয়াবিয়া খেলাফতে আসীন হন কবে ?

উ: -৬৬১ খ্রি.

 2) সুলাইমান কে ছিলেন?

উ:- খলিফা আব্দুল মালিকের পুত্র। একজন উমাইয়া খলিফা ।

 3) কারবালার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় ? 

উঃ- ইয়াজিদ বাহিনীর সঙ্গে হজরত হোসেনের (রাঃ)।

4) হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?

উ:- খলিফা আব্দুল মালিকের প্রধান উপদেষ্টা।

5) মাওয়ালী কারা?

 উঃ- নবদীক্ষিত অনাবর মুসলমানদের মাওয়ালী বলা হত।

6) জিম্মি কারা?

উ:- জিম্মি কথার অর্থ আশ্রিত প্রজা। অমুসলিম প্রজাদের জিম্মি বলা হত।

7) আমির মোয়াবিয়া কত খ্রিঃ জন্মগ্রহণ করেন ?

 উঃ- ৬০৬ খ্রিঃ

8) কাকে উমাইয়া সাধক বলা হয় ?

উ:- দ্বিতীয় ওমরকে

       বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও


   বামস্তম্ভ                                           ডানস্তম্ভ

 (a) সিরিয়ার রাজধানী               (i) দামাস্কাস

 (b) ইমাম হোসেন (রাঃ)             (ii) আব্দুল মালিক

 (c) আকসা মসজিদ               (iii) মা ফতেমার সন্তান  

 (d) স্পেনে ইসলামের প্রবেশ     (iv) আল ওয়ালিদ                               

উ:-  (a) - (i), (b) - (iii), (c) - (i), (d) - (iv)

         আর ও পড়ুন 







উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here

স্পেনে উমাইয়া শানের উত্থানে আব্দুর রহমানের অবদান আলোচনা করো। 👉 Click Here 

উমাইয়া বংশের SAQ  ও MCQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here 

ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉Click Here


উমাইয়া বংশের SAQ  ও MCQ প্রশ্ন ও উত্তর।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×