উমাইয়া শাসন প্রতিষ্ঠায় মুয়াবিয়ার ভূমিকা কী ছিল?
উত্তর :- ৬৬১ খ্রিঃ চতুর্থ খলিফা হজরত আলীর (রাঃ) মৃত্যু ও তদীয় পুত্র হজরত হাসানের সিংহাসন ত্যাগের পর ইসলামী বিশ্বে খোলাফায়ে রাশেদীনদের শাসন শেষ হয় এবং মুআবিয়ার হাত ধরে উমাইয়া রাজতন্ত্রের সূত্রপাত হয়।
মুয়াবিয়ার ভূমিকা : উমাইয়া শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণ কৃতিত্বই ছিল প্রতিষ্ঠাতা আমির মুআবিয়ার। হজরত উসমান (রাঃ) হত্যার পর তিনি খেলাফতের আশা করেছিলেন। তাতে ব্যর্থ হন। অতঃপর তৃতীয় খলিফা হজরত উসমান (রাঃ) হত্যার বিচার চেয়ে চতুর্থ খলিফা আলীর (রাঃ) ওপর চাপ বাড়াতে থাকেন। তাতে তিনি নিজ কৌশলে হজরত যুবায়র প্রমুখ সাহাবা এমনকি নবীপত্নী আয়িশারও সমর্থন লাভ করেন।
অতঃপর সিম্ফিনের যুদ্ধের কৌশলী ফলাফল ঘোষণা করে আমর বিন আস তার খেলাফতের পথ প্রশস্ত করে। তারপরেও পরবর্তী খলিফার বিষয়ে হজরত আলীর সাথে চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু হজরত আলীর মৃত্যুর পর মুআবিয়া সেই চুক্তি ভঙ্গ করে উমাইয়া খেলাফতের সূচনা করেন।
আর ও পড়ুন
উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here
স্পেনে উমাইয়া শানের উত্থানে আব্দুর রহমানের অবদান আলোচনা করো। 👉 Click Here
উমাইয়া বংশের SAQ ও MCQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here