কারবালা হত্যাকাণ্ডের বা যুদ্ধের তাৎপর্য লেখো।

 উত্তর :- ৬৬১ খ্রিঃ খলিফা হজরত আলীর (রঃ) দুঃখজনক মৃত্যুর পর আলী পুত্র হজরত হাসান ও মুআবিয়ার মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে মুআবিয়া স্বীকার করেন যে তার মৃত্যুর পর খলিফা পদ হজরত আলীর পরিবারে ফিরে আসবে। কিন্তু ৬৭৯ খ্রিঃ মুআবিয়া সেই চুক্তি ভঙ্গ করে আপন পুত্র ইয়াযিদকে খলিফা নির্বাচন করেন। ৬৮০ খ্রিঃ মুআবিয়ার মৃত্যুর পর ইয়াযিদ খলিফা হলে হজরত হুসাইন তাকে অস্বীকার করেন ও তীব্র প্রতিবাদ করেন। সেই সূত্র ধরে হজরত হুসাইন ও ইয়াযিদ বাহিনীর মধ্যে ৬৮০ খ্রিঃ কারবালার যুদ্ধ সংঘটিত হয়।

তাৎপর্য ও ফলাফল : ইসলামের ইতিহাসে কারবালার যুদ্ধ একটি কলঙ্কময় ঘটনা। যুদ্ধে হজরত হুসাইন সহ পুরো পরিবার শহিদ হন। এই ঘটনা ইসলামী ঐক্যকে চুরমার করে। ইসলামী সাম্রাজ্যে রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করে। শিয়া সম্প্রদায়ের উত্থানকে ত্বরান্বিত করে। সুদূরপ্রসারী ফলাফল উমাইয়া শাসনের পতনের কারণ হয়ে দাঁড়ায়। ৭৫০ খ্রিঃ আব্বাসীয়রা যাবের যুদ্ধে উমাইয়াদের পরাজিত করে পতন ঘটায়।

       আর ও পড়ুন 






উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here

স্পেনে উমাইয়া শানের উত্থানে আব্দুর রহমানের অবদান আলোচনা করো। 👉 Click Here 

উমাইয়া বংশের SAQ  ও MCQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here 

ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉Click Here

কারবালা হত্যাকাণ্ডের বা যুদ্ধের তাৎপর্য লেখো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×