খলিফা হারুণ অর রসিদ-এর সম্পর্কে আলোচনা করো।

উত্তর :- খলিফা মনসুরের মৃত্যুর পর তাঁর পুত্র আল মাহদী বাগদাদের খলিফা হন। তিনি ৭৭৫ - ৭৮৫ খ্রি. পর্যন্ত রাজত্ব করেন। আল-মাহদীর মৃত্যুর পর তাঁর পুত্র মুসা আলহাদী ৭৮৫ খ্রি. সিংহাসনে আরোহণ করেন। কিন্তু আলহাদী দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ৭৮৬ খ্রি. মৃত্যু বরণ করলে ভ্রাতা হারুণ-অর-রসিদ ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন (৭৮৬-৮০৯ খ্রি.)। রশীদের দীর্ঘ রাজত্বকাল নানা দিক থেকে ইসলামের ইতিহাসকে গৌরবান্বিত করেছে। হারুণ-অর -রশিদ রাজত্বের প্রথমদিকে কয়েকটি বিদ্রোহের সম্মুখীন হন। ৭৮৭ -৭৮৮ খ্রি. প্রথম মসুলে এবং পরে জনৈকা মহিলা লায়লার নেতৃত্বে ইরাকে খারেজীরা ভীষণ সন্ত্রাসের সৃষ্টি করে। অবশেষে খলিফার সেনাবাহিনীর নিকট লায়লা পরাজিত হয়। গ্রিকদের দ্বারা প্ররোচিত হয়ে খাজার নামক উপজাতীয়গণ বিদ্রোহ করলে, খলিফা দুজন সেনানায়ক প্রেরণ করে তাদের বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। আলী বংশের ইয়াহইয়া দায়লাম প্রদেশে বিদ্রোহ ঘোষণা করেন ৭৯১ খ্রি.। যাজক বাৰ্মাকি অতি কৌশলে ইয়াহইয়া বিদ্রোহ দমন করেন। ৭৯১ খ্রি. বাইজানটাইন বিদ্রকগণ পূর্বোক্ত সন্ধি অগ্রাহ্য করে হারুণের সাম্রাজ্য আক্রমণ করলে মুসলমানগণ তাদের বাধা দিলে বাইজানটাইনদের সম্রাজ্ঞী আইরিণ করদানের শর্তে চার বছরের জন্য শান্তিচুক্তি সম্পাদন করেন। ৮০২ খ্রি. সম্রাজ্ঞী আইরিস ক্ষমতাচ্যুত হলে নাইসিফরাস বাইজানটাইন রোমের রাজ ক্ষমতা দখল করে। বাইজানটাইন রোমক তথা গ্রিক সম্রাট নাইসিফোরাস ঔদ্ধত্যপূর্ণ পত্র দ্বারা খলিফা হারুণকে অপমান করলে, অবিলম্বে উভয়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এভাবে নাইসিফোরাসের সঙ্গে হারুণের একাধিক যুদ্ধ সংঘটিত হয়। প্রতিটি যুদ্ধে নাইসেফোরাস পরাজিত । 

কৃতিত্ব:-   খলিফা হারুন প্রজাদের মঙ্গলের জন্য সাম্রাজ্যের সর্বত্র মসজিদ স্কুল, কলেজ, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, সরাইখানা, রাস্তাঘাট প্রভৃতি নির্মাণ করেন। তিনি ইসলামি সভ্যতা সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের উন্নতি করেন। তাঁর আগ্রহে বহু কবি, দার্শনিক, বৈজ্ঞানিক, গায়ক তাঁর দরবারে জ্ঞানচর্চা করতেন তিনি নিজেও কবি ছিলেন। জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য তাঁর সময়ে বহু মূল্যবান গ্রন্থ আরবী ভাষায় অনুদিত হয়।


       আরও পড়ুন 

আব্বাসীয় খলিফা হিসাবে আল-আমীন-এর অবদান আলোচনা করো। 👉 Click Here

আব্বাসীয় শাসনের পতনের কারণগুলি লেখো। 👉 Click Here

আব্বাসীয় যুগে কিভাবে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্ভব হয়েছিল ? ইসলামী জীবনে তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here 

আব্বাসীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দিক আলোচনা করো। 👉 Click Here

খলিফা মানসুরকে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা বলা যায় কি? সংক্ষিপ্ত আলোচনা করো। 👉 Click Here

উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here

আব্বাসীয় যুগের স্থাপত্য শিল্পের ওপর টীকা লেখো। 👉 Click Here

আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ বর্ণনা করো। 👉 Click Here

সেলজুক কাদের বলা হত? 👉 Click Here

আব্বাসীদের সমাজ জীবন কেমন ছিল ? 👉 Click Here

টীকা লেখো : সিটি অব বাগদাদ। 👉 Click Here

খোলাফায়ে আব্বাসীয়র বৈশিষ্ট্য কি আলোচনা করো। 👉 Click Here

আব্বাসীয় বংশের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তর। 👉  Click Here

আব্বাসীয় বংশের সমস্ত SAQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here

আব্বাসীয় বংশের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 👉 Click Here

ইসলামের ইতিহাসের সমস্ত  প্রশ্ন ও উত্তর জানতে 👉  Click Here



খলিফা হারুণ অর রসিদ-এর সম্পর্কে আলোচনা করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×