টীকা লেখো : সিটি অব বাগদাদ।

  উত্তর ;- খলিফা আল মানসুর আব্বাসীয় সাম্রাজ্যের রাজধানী হিসাবে উমাইয়া আমলের সিরিয়ার দামাস্কাসের পরিবর্তে ইরাকের বাগদাদ শহরকে বেছে নিয়েছিলেন। বাগদাদ ছিল সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত। টাইগ্রিস নদীর পশ্চিম তীরে অবস্থিত হওয়ায় সামরিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম ছিল।

 রাজধানী বাগদাদের সাথে নৌপথে সাম্রাজ্যের অভ্যন্তরে সিরিয়া মেসোপটেমিয়া, আর্মেনিয়াসহ অন্যান্য অঞ্চল এমনকি চিনের সাথেও সহজভাবে যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগ ছিল। অভ্যন্তরীন ও বৈদেশিক প্রসারের সম্ভাবনাও ছিল প্রচুর। এছাড়া বাগদাদের আবহাওয়া ছিল স্বাস্থ্যকর ও পরিবেশ ছিল মনোরম। খলিফা মানসুর বাগদাদের নতুন নামকরণ করেছিলেন “দার-উল সালাম” অর্থাৎ শান্তিধাম । পবিত্র বাগদাদ নগরী ছিল গোলাকার প্রাচীর দিয়ে ঘেরা। রাজধানীর কেন্দ্রস্থলে ছিল খলিফা মানসুরের রাজপ্রাসাদ, জামে মসজিদ, প্রশস্ত রাজপথ, সুসজ্জিত তোরণ, কৃত্রিম ফোয়ারা এবং ফুলের বাগান। রাস্তার মোড়ে পুলিশ প্রহরার ব্যবস্থা ছিল। অল্পকালের মধ্যে বাগদাদ বিশ্বের শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। শিল্প-সংস্কৃতি-জ্ঞান-বিজ্ঞান এবং বাণিজ্যে বাগদাদ রূপকথা ঐশ্বর্যময়ী নগরীতে পরিণত হয়েছিল।


         আরও পড়ুন 

আব্বাসীয় খলিফা হিসাবে আল-আমীন-এর অবদান আলোচনা করো। 👉 Click Here

আব্বাসীয় শাসনের পতনের কারণগুলি লেখো। 👉 Click Here

আব্বাসীয় যুগে কিভাবে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্ভব হয়েছিল ? ইসলামী জীবনে তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here 

আব্বাসীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দিক আলোচনা করো। 👉 Click Here

খলিফা মানসুরকে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা বলা যায় কি? সংক্ষিপ্ত আলোচনা করো। 👉 Click Here

উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here

আব্বাসীয় যুগের স্থাপত্য শিল্পের ওপর টীকা লেখো। 👉 Click Here

আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ বর্ণনা করো। 👉 Click Here

সেলজুক কাদের বলা হত? 👉 Click Here

আব্বাসীদের সমাজ জীবন কেমন ছিল ? 👉 Click Here

খলিফা হারুণ অর রসিদ-এর সম্পর্কে আলোচনা করো।  👉 Click Here

খোলাফায়ে আব্বাসীয়র বৈশিষ্ট্য কি আলোচনা করো। 👉 Click Here

আব্বাসীয় বংশের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তর। 👉  Click Here

আব্বাসীয় বংশের সমস্ত SAQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here

আব্বাসীয় বংশের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 👉 Click Here

ইসলামের ইতিহাসের সমস্ত  প্রশ্ন ও উত্তর জানতে 👉  Click Here


টীকা লেখো : সিটি অব বাগদাদ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×