আব্বাসীয় বংশের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তর।
বাগদাদে মানমন্দির প্রতিষ্ঠা করেন- (a) হারুন-অর-রসিদ (b) আমির (c) ঐতিহাসিক (d) রসায়ণবিদ।
উ: (a) হারুন-অর-রসিদ।
আল ফারাজি ছিলেন-(a) জ্যোতিষী (b) চিকিৎসক (c) ঐতিহাসিক (d) রসায়নবিদ।
উঃ (b) চিকিৎসক।
রাজতন্ত্রের উত্থান হয়েছিল-(a) আবু বকর (রা:) (b) আলী (রা:) (c) আমিরে মুয়াবিয়াহ (d) আঃ মালিক এর যুগে।
উ: (c) আমিরে মুয়াবিয়াহ।
স্পেনের বর্তমান রাজধানীর নাম- (a) কর্ডোভা (b) বাগদাদ (c) মাদ্রিদ (d) কুফা ।
উঃ (c) মাদ্রিদ।
আব্বাসীয় খিলাফতের শাসনকাল শুরু হয় -(a) ৮৫০ খ্রিঃ (b) ৭৫০ খ্রিঃ (c) ৭৬৫ খ্রিঃ (d) ৮৫৬ খ্রিঃ। (৩)
উ: (b) ৭৫০ খ্রিঃ।
আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন - (a) আল মানসুর (b) আল সাফফাহ (c) হারুন আল-রশিদ (d) কোনোটিই নয়
উ: (a) আল মানসুর।
বাগদাদ নগরটি অবস্থিত ছিল-(a) নীলনদ (b) সিন্ধুনদ (c) টাইগ্রিস নদের তীরে (d) কোনোটিই নয়
উ: (c) টাইগ্রিস নদের তীরে।
ক্রুসেড প্রথম শুরু হয়--(a) ১১৯০ খ্রিঃ (b) ১২৫০ খ্রিঃ (c) ১০৯৫ খ্রিঃ (d) ১০৫০ খ্রিঃ
উঃ (c) ১০৯৫ খ্রিঃ।
আব্বাসীয় খিলাফতের অবসান ঘটে (a) ১২৫০ খ্রিঃ (b) ১২৪০ খ্রিঃ (c) ১২৫০ খ্রিঃ (d) ১২৫৮ খ্রিঃ
উ: (d) ১২৫৮ খ্রিঃ
আর ও পড়ুন
আব্বাসীয় খলিফা হিসাবে আল-আমীন-এর অবদান আলোচনা করো। 👉 Click Here
আব্বাসীয় শাসনের পতনের কারণগুলি লেখো। 👉 Click Here
আব্বাসীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দিক আলোচনা করো। 👉 Click Here
খলিফা মানসুরকে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা বলা যায় কি? সংক্ষিপ্ত আলোচনা করো। 👉 Click Here
উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here
আব্বাসীয় যুগের স্থাপত্য শিল্পের ওপর টীকা লেখো। 👉 Click Here
আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ বর্ণনা করো। 👉 Click Here
সেলজুক কাদের বলা হত? 👉 Click Here
আব্বাসীদের সমাজ জীবন কেমন ছিল ? 👉 Click Here
টীকা লেখো : সিটি অব বাগদাদ। 👉 Click Here
খলিফা হারুণ অর রসিদ-এর সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here
আব্বাসীয় বংশের সমস্ত SAQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here
আব্বাসীয় বংশের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 👉 Click Here