আব্বাসীয় বংশের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
1) আব্বাসী আমলে কাদের প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল?
উ: - আব্বাসী আমলে নবদীক্ষিত অনাবর মুসলিম বা মাওয়ালীদের প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল। মূল আরবীয়দের প্রাধান্য বিলুপ্ত হয়েছিল।
2) আল খারিযমী কে ছিলেন ? বীজগণিতের উপর লিখিত বইটির নাম কি ?
উঃ- আল খারিযমী ছিলেন আরবের সর্বযুগের শ্রেষ্ঠ গণিতজ্ঞ। বীজ গণিতের উপর লিখিত তাঁর গ্রন্থটি হল হিসাব আল জাবর ওয়াল মুকাবিলা।
3) আলী-আততাবারী কে ছিলেন? তাঁর চিকিৎসাশাস্ত্রের উপর লিখিত বইটির নাম কী ?
উ:- আলী আততাবারী ছিলেন খলিফা মুতাওয়াক্কিনের গৃহচিকিৎসক। তাঁর চিকিৎসাশাস্ত্রের উপর লিখিত বইটি হল- ফেরদৌস উল হিকমা। আল-রাযী কে ছিলেন?
4) চিকিৎসাশাস্ত্রে তাঁর সর্বশ্রেষ্ঠ গ্রন্থটি কী ?
উ:- বাগদাদ হাসপাতালের প্রধান চিকিৎসক আল-রাযী ছিলেন মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসক। চিকিৎসাশাস্ত্রে তাঁর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল আল-হাকী।
আর ও পড়ুন
আব্বাসীয় খলিফা হিসাবে আল-আমীন-এর অবদান আলোচনা করো। 👉 Click Here
আব্বাসীয় শাসনের পতনের কারণগুলি লেখো। 👉 Click Here
আব্বাসীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দিক আলোচনা করো। 👉 Click Here
খলিফা মানসুরকে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা বলা যায় কি? সংক্ষিপ্ত আলোচনা করো। 👉 Click Here
উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here
আব্বাসীয় যুগের স্থাপত্য শিল্পের ওপর টীকা লেখো। 👉 Click Here
আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ বর্ণনা করো। 👉 Click Here
সেলজুক কাদের বলা হত? 👉 Click Here
আব্বাসীদের সমাজ জীবন কেমন ছিল ? 👉 Click Here
টীকা লেখো : সিটি অব বাগদাদ। 👉 Click Here
খলিফা হারুণ অর রসিদ-এর সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here
আব্বাসীয় বংশের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here
আব্বাসীয় বংশের সমস্ত SAQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here
ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉 Click Here