আব্বাসীয় বংশের সমস্ত SAQ প্রশ্ন ও উত্তর
1) আব্বাসীয় বংশের রাজধানী কোথায় ছিল?
উ: ইরাকের বাগদাদে।
2) আস-সাফাহ কথাটির অর্থ কী ?
উ: প্রতিশোধ গ্রহণকারী।
3) সোপটেমিয়ার বর্তমান নাম লেখ ?
উঃ ইরাক।
4)কার নামানুসারে আব্বাসী খেলাফতের নামকরণ হয় ?
উ: রসুলুল্লাহ (সঃ)-এর চাচা আব্বাস (রাঃ) এর নামানুসারে।
5) আব্বাসীয় বংশের দুজন উল্লেখযোগ্য শাসকের নাম লেখো ?
উ : (১) খলিফা মানসুর (২) হারুন-রশীদ।
6) হারুন রশীদ কত সালে সিংহাসনে আরোহন করেন ?
উঃ ৭৮৬ খ্রিঃ।
7) আধুনিক রসায়নের জনক কাকে বলা হয় ?
উ: জাবির ইবনে হাইয়ানকে।
8) সেলজুক কে ছিলেন?
উ: তুর্কী ঘুজ জাতির প্রধান।
9) জুবাইদা কে ছিলেন?
উ : খলিফা হারুন রশীদের স্ত্রী।
10) মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উঃ ওয়াসেল বিন আতা।
11) বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
উ : খলিফা মামুন (৮৩০ খ্রিঃ)।
12) ক্রুসেড কী?
উ : ক্রুসেড কথার অর্থ হল ধর্মযুদ্ধ। জেরুজালেমের দখলকে কেন্দ্র করে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে প্রায় দুই শত (২০০) বছর ধরে যে যুদ্ধ চলেছিল ইতিহাসে তা ক্রুসেড নামে খ্যাত।
13) হুমাইয়া কী ?
উ: হুমাইয়া হল প্যালেস্টাইনের একটি ক্ষুদ্র গ্রামে অবস্থিত একটি গুপ্ত ঘাটি।
14) দার-উস-সালাম (শান্তিধাম) কাকে বলা হয় ? এর অপর নাম কী ?
উঃ বাগদাদ নগরীকে। এর অপর নাম মনসুরিয়া।
15) কাকে জোয়ান অব মার্ক বলা হয় ?
উঃ লয়লার শৌর্যবীর্যের জন্য ইতিহাসে জোয়ান অব মার্ক নামে পরিচিত।
16) বার্মাকি বংশের অস্তিত্ব কোন দেশে দেখা যায় ?
উ: দায়লম প্রদেশে।
17) বায়তুল হিকমা বা জ্ঞান-নিকেতন প্রতিষ্ঠা কে করেন?
উ: খলিফা মামুন ৮৩০ খ্রি. বাগদাদে 'বায়তুল হিকমা' বা 'জ্ঞান-নিকেতন প্রতিষ্ঠা করেন।
18) আল-মুতাসিম (আৰু ইসহাক)-এর সময় গ্রিক সম্রাট কে ছিলেন?
উ: আল-মুতাসিম (আবু ইসহাক)-এর সময় গ্রিক সম্রাট ছিলেন মিউফিলাম আনিয়ারা ।
19) ফাদাক কী ?
উ : চারজন সৎ খলিফা কর্তৃক মহানবী (সাঃ)-এর বংশধরদের প্রদত্ত বাগানটির নাম 'ফাদাক’।
20) বুয়াইয়া বংশের কে প্রতিষ্ঠা করেন?
উঃ দাইলাম উপজাতির নেতা আবু সুজা বুয়াইয়া।
21) ওমর খৈয়াম কে ছিলেন?
উঃ সেলজুক আমলে উল্লেখযোগ্য জ্যোর্তিবিজ্ঞানী ছিলেন ওমর খৈয়াম।
বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও
বামস্তম্ভ ডানস্তম্ভ
(a) ক্রুসেড (i) মক্কা
(b) মুতাজিলা (ii) বাগদাদ
(c) নাহারে সুবাইদা (iii) ধর্মযুদ্ধ
(d) নিয়ামিয়া মাদ্রাসা (iv) ধর্মীয় মতবাদ
(c) পারস্য (v) ইরাক
(vi) ইরান
উ: (a) = (iii), (b) - (iv). (c) - (i). (d) - (ii). (e) - (vi).
আর ও পড়ুন
আব্বাসীয় খলিফা হিসাবে আল-আমীন-এর অবদান আলোচনা করো। 👉 Click Here
আব্বাসীয় শাসনের পতনের কারণগুলি লেখো। 👉 Click Here
আব্বাসীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দিক আলোচনা করো। 👉 Click Here
খলিফা মানসুরকে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা বলা যায় কি? সংক্ষিপ্ত আলোচনা করো। 👉 Click Here
উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here
আব্বাসীয় যুগের স্থাপত্য শিল্পের ওপর টীকা লেখো। 👉 Click Here
আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ বর্ণনা করো। 👉 Click Here
সেলজুক কাদের বলা হত? 👉 Click Here
আব্বাসীদের সমাজ জীবন কেমন ছিল ? 👉 Click Here
টীকা লেখো : সিটি অব বাগদাদ। 👉 Click Here
খলিফা হারুণ অর রসিদ-এর সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here
আব্বাসীয় বংশের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here
আব্বাসীয় বংশের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 👉 Click Here
ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্ন ও উত্তর জানতে 👉 Click Here