আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ বর্ণনা করো।

 ভূমিকা : খলিফা হারুন রশিদের পর পুত্র আমিন ও মামুন খলিফা হন। খলিফা আল আমীনের শাসনকাল (৮০৯-৮১৩ খ্রিঃ) মোট চার বছর গৃহযুদ্ধেই অতিবাহিত হয়। এই গৃহযুদ্ধ আব্বাসী রাজত্বকালকে কলুষিত করে এবং আব্বাসী খিলাফতের ওপর বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই গৃহযুদ্ধের পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। নিম্নে তা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হল—

গৃহযুদ্ধের কারণ :

(ক) চরিত্রগত কারণ : মামুন সে যুগে বিজ্ঞান, ধর্ম ও কলাবিদ্যায় শিক্ষা লাভ করেন আর আমীন ছিলেন চঞ্চল ও আমোদপ্রিয় চরিত্রের। বাহ্যিক চাকচিক্য ব্যতীত কোনো প্রকৃত জ্ঞান অর্জন করেননি।

(খ) আমীন ছিলেন দুর্বল আরামপ্রিয় ও অলস আর অপরপক্ষে মামুন ছিলেন শান্ত নিষ্কলুষ প্রতিভাবান ও বুদ্ধিমান।

(গ) আরব পারস্য দ্বন্দ্ব : আমীন ছিলেন খাঁটি আরব আর মামুন ছিলেন পারসিক রমণীর সন্তান। ফলে আরবদের সমর্থক ছিল আমীনের প্রতি কিন্তু তার কুশাসন রাজপ্রাসাদে নর্তকী ও গায়িকাদের আবাসস্থলে পরিণত করা ও অমিতব্যয়িতার ফলে একদা আরবগণও আমীনের পক্ষ ত্যাগ করে মামুনের পক্ষ গ্রহণ করে। অপরপক্ষে মামুনের সুশাসনে আরব সহ সমগ্র পারসিক ছিলেন মামুনের পক্ষে।

(ঘ) প্রধানমন্ত্রীর ষড়যন্ত্র : সর্বোপরি আমীনের প্রধানমন্ত্রী ফজল বিন রাবীর ব্যক্তিগত স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতা আমীন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের জন্য অনেকাংশে দায়ী ছিল।

(ঙ) চুক্তিপত্রের শর্ত ভঙ্গ বা প্রত্যক্ষ কারণ : উভয়ের মধ্যে যখন গৃহযুদ্ধ ঘনীভূত এমতাবস্থায় আমীন পিতা হারুন রশিদ কর্তৃক কাবা শরীফে ঝুলিয়ে রাখা চুক্তিপত্রে এনে সেগুলো ছিঁড়ে ফেললে দুই ভ্রাতার মধ্যে গৃহযুদ্ধ বেধে যায়। অবশেষে ৮৩১ খ্রিঃ সেপ্টেম্বর উগ্রপন্থীদের হাতে আমীন নিহত হলে এই যুদ্ধের অবসান ঘটে।

আরও পড়ুন 

আব্বাসীয় খলিফা হিসাবে আল-আমীন-এর অবদান আলোচনা করো। 👉 Click Here

আব্বাসীয় শাসনের পতনের কারণগুলি লেখো। 👉 Click Here

আব্বাসীয় যুগে কিভাবে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি সম্ভব হয়েছিল ? ইসলামী জীবনে তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। 👉 Click Here 

আব্বাসীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দিক আলোচনা করো। 👉 Click Here

খলিফা মানসুরকে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা বলা যায় কি? সংক্ষিপ্ত আলোচনা করো। 👉 Click Here

উমাইয়া ও আব্বাসী শাসনামলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 👉 Click Here

আব্বাসীয় যুগের স্থাপত্য শিল্পের ওপর টীকা লেখো। 👉 Click Here

সেলজুক কাদের বলা হত? 👉 Click Here

আব্বাসীদের সমাজ জীবন কেমন ছিল ? 👉 Click Here

টীকা লেখো : সিটি অব বাগদাদ। 👉 Click Here

খলিফা হারুণ অর রসিদ-এর সম্পর্কে আলোচনা করো।  👉 Click Here

খোলাফায়ে আব্বাসীয়র বৈশিষ্ট্য কি আলোচনা করো। 👉 Click Here

আব্বাসীয় বংশের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তর। 👉  Click Here

আব্বাসীয় বংশের সমস্ত SAQ প্রশ্ন ও উত্তর। 👉 Click Here

আব্বাসীয় বংশের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 👉 Click Here

ইসলামের ইতিহাসের সমস্ত  প্রশ্ন ও উত্তর জানতে 👉  Click Here


আমিন ও মামুনের গৃহযুদ্ধের কারণ বর্ণনা করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×