ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো।

উত্তর :- ব্যক্তিগত বিকাশে শিক্ষার ভূমিকা : শিক্ষার লক্ষ্য নিরুপণ করতে গেলে যে তিনটি বিষয়ের প্রতি নজর দেওয়া হয়, তাদের প্রথমটি হল ব্যক্তিগত বিকাশ। ব্যক্তিগত বিকাশ আবার সামাজিক ও জাতীয় বিকাশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে-কোনো দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বপ্রথম যেটি দরকার তা হল ব্যক্তিগত বিকাশ। ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা হল—

1. ব্যক্তির সুপ্ত সম্ভাবনাগুলিকে শনাক্ত করা এবং যথাযথ বিকাশে সহায়তা করা: প্রত্যেকটি শিশু জন্মসূত্রে কিছু সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে। ওই সম্ভাবনাগুলি প্রথমদিকে সুপ্ত অবস্থায় থাকে। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কাজ হল শিশুর সেই সম্ভাবনাগুলিকে চিহ্নিত করা এবং সেগুলির পরিপূর্ণ বিকাশে সহায়তা করা।

2.পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে ব্যক্তির অভিযোজনে সাহায্য করা: ব্যক্তিজীবনের লক্ষ্য হল পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনের মাধ্যমে এগিয়ে যাওয়া। শিক্ষা এক্ষেত্রে ব্যক্তিকে সাহায্য করে। পরিবেশের রূপ, প্রকৃতি, বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষা ব্যক্তিকে অবহিত করে। কী উপায় বা কৌশল অবলম্বন করলে উক্ত পরিবেশের সঙ্গে অভিযোজন করা যাবে তার সংকেত শিক্ষা থেকেই পাওয়া যায় এবং শিক্ষাই এ ব্যাপারে ব্যক্তিকে দক্ষ করে তোলে।

3. ব্যক্তিকে অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া: ব্যক্তিগত বিকাশের জন্য প্রয়োজন হয় জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের। বিভিন্ন পাঠক্রম ও সহপাঠক্রমিক কর্মসূচির মধ্য দিয়ে। শিক্ষা ব্যক্তিকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।

4. ব্যক্তির চিন্তাশক্তির বিকাশ এবং তার প্রকাশে সহায়তা করা: শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কাজ হল ব্যক্তির স্বাধীন চিন্তাশক্তি বিকাশে সহায়তা করা। কেবলমাত্র চিন্তাশক্তির বিকাশই যথেষ্ট নয়, ওইসব স্বাধীন চিন্তাধারাকে প্রয়োজনমতো প্রয়োগ করা এবং সেগুলিকে অবলম্বন করে আরও বিভিন্ন ধরনের নতুন জ্ঞান ও অভিজ্ঞতা সংগ্রহের জন্য ব্যক্তিকে উদ্দীপিত করাও শিক্ষার উল্লেখযোগ্য কাজ।

5. সামাজিক কাজের সঙ্গে ব্যক্তিকে যুক্ত করা: ব্যক্তির সামাজিক বিকাশকে ত্বরান্বিত করতে হলে ব্যক্তিকে সমাজের বিভিন্ন অংশের সঙ্গে, বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত করতে হবে। এক্ষেত্রেও শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে।

6. ব্যক্তিকে সমাজের উপযুক্ত সদস্যে পরিণত করা: ব্যক্তি যাতে সমাজের একজন উৎপাদনশীল এবং সক্রিয় নাগরিক হতে পারে, সমাজকে কিছু দিতে পারে সে ব্যাপারে শিক্ষা ব্যক্তিকে সাহায্য করে।

7. ব্যক্তিকে দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সঙ্গে যুক্ত করা : শিক্ষার অন্যতম কাজ হল ব্যক্তিকে জাতির অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে দেশের আর্থিক শ্রীবৃদ্ধিতে অংশগ্রহণ করতে সক্ষম করা।

৪. ব্যক্তিকে 'প্রকৃত মানুষ' হতে সাহায্য করা: ব্যক্তিগত বিকাশের শেষ কথা হল ব্যক্তিকে প্রকৃত মানুষে রূপান্তরিত করা। পুথি পড়ে মানুষ শিক্ষিত হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হতে গেলে শিক্ষিত হওয়ার পাশাপাশি আরও কিছু গুণের অধিকারী হওয়া প্রয়োজন। শিক্ষা ব্যক্তিকে ওই গুণ অর্জনে সাহায্য করে।

ওপরের বিষয়গুলির পরিপ্রেক্ষিতে বলা যায়, শিক্ষা বিভিন্নভাবে ব্যক্তির সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশে সাহায্য করে এবং ব্যক্তিকে প্রকৃত মানুষ করে তোলে।

       আর ও পড়ুন

শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া' ব্যাখ্যা করো। 👉 Click Here

শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉 Click Here

শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉 Click Here 

শিক্ষা হল বহুমুখী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉click Here

শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায়? এই দুটির মধ্যে তুমি কীভাবে সমন্বয়সাধন করবে ? 👉 Click Here

শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্যটি সংক্ষেপে লেখো। 👉 Click Here 

 শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যটি সংক্ষেপে লেখো। 👉 Click Here

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝ? এই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 👉 Click Here 

শিক্ষার লক্ষ্য সামাজিক বিকাশ”- "-এ বিষয়ে বিস্তারিত আলোচনা করো। অথবা, শিক্ষাক্ষেত্রে সামাজিক বিকাশের লক্ষ্যটি ব্যাখ্যা করো। 👉 Click Here

শিক্ষা বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর জানতে 👉 Click Here


ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×