“শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো।

 উত্তর :-শিক্ষা—একটি ধারাবাহিক প্রক্রিয়া : কতকগুলি বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে শিক্ষাকে একটি ধারাবাহিক প্রক্রিয়া বলা যায়। যেমন—

 1.শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে : শিক্ষা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি ধারাবাহিক বা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই প্রক্রিয়া শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে।

 2.বিকাশের মতো শিক্ষাও ধারাবাহিক : আধুনিককালের শিক্ষাবিদদের মতে, শিক্ষা হল শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনাগুলির যথাযথ বিকাশের প্রক্রিয়া। বিকাশ যেমন থেমে থাকে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, শিক্ষাও তেমনি কোনো সময় থেমে থাকে না। প্রতিনিয়তই কিছু না কিছু জ্ঞান বা অভিজ্ঞতা লাভের মধ্য দিয়ে শিক্ষা প্রক্রিয়াটি চলতে থাকে।

3.শিক্ষা অভিজ্ঞতার নিরবচ্ছিন্ন পুনর্গঠন : প্রখ্যাত শিক্ষাবিদ জন ডিউই বলেছেন—অভিজ্ঞতার নিরবচ্ছিন্ন পুনর্গঠনের মধ্য দিয়ে বেঁচে থাকাই হল শিক্ষা। প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন এবং অতীত অভিজ্ঞতার পুনর্গঠনই হল শিক্ষা। নিয়ত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলার প্রক্রিয়াই হল শিক্ষা। আর এই প্রক্রিয়াটি ধারাবাহিক। এতে কোনো ছেদ নেই।

সকলকেই জীবনের কতকগুলি নির্দিষ্ট স্তরের মধ্য দিয়ে যেতে হয়। বিভিন্ন স্তরের ক্ষমতা, আশা-আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যকে ভিত্তি করেই নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে যেতে হবে, তা না হলে শিক্ষা অর্থহীন। তাই বলা হয়, শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া।


শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো।

আর ও পড়ুন

শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉 Click Here

শিক্ষা হল বহুমুখী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉click Here

শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায়? এই দুটির মধ্যে তুমি কীভাবে সমন্বয়সাধন করবে ? 👉 Click Here

শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্যটি সংক্ষেপে লেখো। 👉 Click Here 

 শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যটি সংক্ষেপে লেখো। 👉 Click Here

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝ? এই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 👉 Click Here 

শিক্ষার লক্ষ্য সামাজিক বিকাশ”- "-এ বিষয়ে বিস্তারিত আলোচনা করো। অথবা, শিক্ষাক্ষেত্রে সামাজিক বিকাশের লক্ষ্যটি ব্যাখ্যা করো। 👉 Click Here

ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। 👉 Click Here


শিক্ষা বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর জানতে 👉 Click Here

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×