“শিক্ষা হল বিকাশমূলক প্রক্রিয়া”—ব্যাখ্যা করো।
উত্তর:-শিক্ষা—একটি বিকাশমূলক প্ৰক্ৰিয়া :
1. বিকাশের অর্থ : বিকাশ হল শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক প্রভৃতি নানা দিকের উন্নত এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া। বৃদ্ধি ও বিকাশ এক নয়। বৃদ্ধি হল আকার ও আয়তনের পরিবর্তন, আর বিকাশ হল গুণগত পরিবর্তন। বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, অন্যদিকে বিকাশ আজীবন ঘটতে থাকে। শিখনের ফলে শিশুর আচরণে গুণগত পরিবর্তন ঘটে এবং শিক্ষা আমৃত্যু চলতে থাকে। কাজেই শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া ।
2.বিকাশ ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক : শিক্ষা যেমন সামগ্রিক ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া, শিশুর বিকাশও তেমনি সামগ্রিক ও গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। শিক্ষা যেমন ইতিবাচক অর্থাৎ ব্যক্তির মঙ্গল বিবেচনা করে, বিকাশও তেমনি ইতিবাচক। তাই শিক্ষাকে বিকাশমূলক প্রক্রিয়া হিসেবে স্বীকার করা হয়। বর্তমান প্রজন্মের শিক্ষাবিদরা শিশুর বা ব্যক্তির বিকাশের নানান দিক চিহ্নিত করেছেন। যেমন— .অঙ্গ সঞ্চালনগত বিকাশ, ও বৌদ্ধিক বিকাশ, ও ভাষাগত বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, সামাজিক বিকাশ প্রত্যাদি। শিক্ষার অন্যতম লক্ষ্য হল এই বিকাশে সাহায্য করা এবং বয়স অনুযায়ী সঠিক বিকাশ হয়েছে কি না, তা দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
3.শিক্ষা ও বিকাশ উভয়ই পরিকল্পিত প্রক্রিয়া : আধুনিককালের শিক্ষাবিদ ও মনোবিদগণ লক্ষ করেছেন যে বিকাশের ক্ষেত্রেও যেমন সঠিক পরিচালনা, উপযুক্ত নির্দেশনা এবং নিয়ন্ত্রণের প্রয়োজন, শিক্ষার ক্ষেত্রেও তেমনি এই তিনটি প্রক্রিয়া অপরিহার্য।
তাই বলা যায়, শিক্ষাই বিকাশ আবার বিকাশই শিক্ষা। অর্থাৎ, শিক্ষা হল একটি বিকাশমূলক প্রক্রিয়া।
আর ও পড়ুন
শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉 Click Here
শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉 Click Here
“শিক্ষা হল বহুমুখী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉click Here
শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্যটি সংক্ষেপে লেখো। 👉 Click Here
শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যটি সংক্ষেপে লেখো। 👉 Click Here
শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝ? এই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 👉 Click Here
ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। 👉 Click Here
শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉 Click Here
শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉 Click Here
“শিক্ষা হল বহুমুখী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉click Here
শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্যটি সংক্ষেপে লেখো। 👉 Click Here
শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যটি সংক্ষেপে লেখো। 👉 Click Here
শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝ? এই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 👉 Click Here
ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। 👉 Click Here