'শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া' ব্যাখ্যা করো।
শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া :
1.সামাজিক সম্পর্ক : সমাজজীবনে একজন মানুষের সঙ্গে অপর মানুষের মিথস্ক্রিয়ার ফলে সম্পর্ক তৈরি হয়। শিক্ষাক্ষেত্রেও ছাত্রদের মধ্যে, শিক্ষকদের মধ্যে এবং ছাত্র ও শিক্ষকের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে সম্পর্ক গড়ে ওঠে।
2.সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া : সমাজজীবনের মতো শিক্ষাজীবনেও শিক্ষার্থীদের পারস্পরিক ক্রিয়া- প্রতিক্রিয়াগুলি পর্যায়ক্রমে সম্পন্ন হয়। অর্থাৎ একজন শিক্ষার্থী বা শিক্ষকের আচরণ অন্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আবার ওই প্রতিক্রিয়া থেকে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এইভাবে একের পর এক ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা অভিজ্ঞতা সঞ্চয় করে।
3 সামঞ্জস্যপূর্ণ এবং লক্ষ্য-অভিমুখী : সামাজিক প্রতিক্রিয়াগুলির মতো শিক্ষার্থীর শিক্ষা-প্রতিক্রিয়াগুলিও সামঞ্জস্যপূর্ণ এবং লক্ষ্য-অভিমুখী।
4.সামাজিক অগ্রগতি : সামাজিক প্রতিক্রিয়ার মাধ্যমে যেমন সমাজের অগ্রগতি হয়, শিক্ষার মাধ্যমেও তেমনি সমাজের অগ্রগতি ঘটে।
5.অভিন্ন প্রক্রিয়া: সমাজের মধ্যে যেসব আন্তঃক্রিয়ামূলক প্রক্রিয়া দেখা যায়, শিক্ষার মধ্যেও সেইসব প্রক্রিয়া লক্ষ করা যায়। যেমন—সহযোগিতা, বিরোধিতা, প্রতিযোগিতা, সহাবস্থান, সমন্বয় এবং আত্মীকরণ।
6.সামাজিকীকরণ: শিক্ষা শিশুর সামাজিকীকরণে সাহায্য করে। শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে সামাজিক রীতিনীতি, আদবকায়দা, প্রথা, ঐতিহ্য, মূল্যবোধ, বংশপরম্পরায় সঞ্চালিত হয়। এই ভাবেই শিশু সমাজের একজন সভ্য হয়ে ওঠে। তাই শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।
সুতরাং, ওপরের আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।
আর ও পড়ুন
শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉 Click Here
শিক্ষা হল একটি ধারাবাহিক প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉 Click Here
“শিক্ষা হল বহুমুখী প্রক্রিয়া”—উক্তিটি ব্যাখ্যা করো। 👉click Here
শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যটি সংক্ষেপে লেখো। 👉 Click Here
শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝ? এই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 👉 Click Here
ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। 👉 Click Here