H.S Test Paper (ABTA Page - 9) । Bangla mcq Question Answer 2025.

 ১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও): ১×১৮=১৮

(i) “নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু..."-

 (ক) আলসে প্রকৃতির লোক 

 (খ) সাহসী প্রকৃতির লোক

 (গ) ভীরু প্রকৃতির লোক

 (ঘ) চালাক প্রকৃতির লোক।

 (ii) বড়ো বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন্ চাল রান্না হয়?-

 (ক) রামশাল 

(খ) কনকপানি 

(গ) পদ্মজালি 

(ঘ) ঝিঙেশাল। 

(iii) "বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”- চৌকিদার কী পরামর্শ দিয়েছিল?-

 (ক) দোকান বন্ধ করতে

 (খ) দাঙ্গা থামাতে 

(গ) বুড়িকে নদীতে ফেলে আসতে

 (ঘ) বুড়ির সেবা করতে। 

(iv) কবি জীবনকে আমৃত্যু কীসের তপস্যা বলেছেন?-

 (ক) সুখের

 (খ) সত্যের 

(গ) দুঃখের 

(ঘ) কঠিনের। 

(v) "নদীর জল... পাপড়ির মত লাল।”- কীসের পাপড়ি? – 

(ক) জবা ফুলের

 (খ) শিমূল ফুলের

 (গ) গোলাপ ফুলের

 (ঘ) মচকা ফুলের। 

(vi) মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কী শোনেন?-

 (ক) মাদলের শব্দ 

(খ) কয়লাখনির শব্দ

 (গ) জলস্রোতের শব্দ

 (ঘ) শিশির পতনের শব্দ। 

(vii) "গাছের সবুজটুকু শরীরে” কীসের জন্য দরকার?

 (ক) প্রসাধনের জন্য

 (খ) বুদ্ধির বিকাশের জন্য

 (গ) পুষ্টির জন্য 

(ঘ) আরোগ্যের জন্য।

 (viii) "যথেষ্ট রিলিফ ওয়ার্ক” না হওয়ার কারণ হল- 

(ক) লোকের অভাব

 (খ) টাকার অভাব 

(গ) ইচ্ছার অভাব 

(ঘ) সামগ্রীর অভাব।

 (ix) "বেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ"- কার কাজ? - 

(ক) বড়ো বউ

 (খ) ছোটো বউ 

(গ) পিসিমা 

(ঘ) মেজো বউ।

 (x) "এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল”- জাপানি থিয়েটারটি ছিল- 

(ক) কাবুকি

 (খ) নো 

(গ) বানরাকু 

(ঘ) কিয়োেজান। 

 (xi) "আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক”- পাগল কাকে বলা হয়েছে?- 

(ক) কালীনাথকে 

(খ) প্রম্পটারকে 

(গ) রজনীকে 

(ঘ) রামব্রীজকে। 

(xii) থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন- 

(ক) পোস্ট অফিসে 

(খ) কলেজে 

(গ) স্কুলে

 (ঘ) পুলিশে।

 (xiii) রুশদেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন- 

(ক) আইজেনস্টাইন

 (খ) রুশো 

(গ) প্লেটো

 (ঘ) আইনস্টাইন।

(xiv) "শাহাজাদি! সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে”- যে নাটকের অংশ- 

(ক) মেবার পতন 

(খ) রিজিয়া 

(গ) চন্দ্রগুপ্ত 

(ঘ) শাজাহান। 

 (xv) "দু'জনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান"-দু'জন কে কে?- 

(ক) শম্ভু ও অমর

 (খ) শম্ভু ও যুবক 

(গ) অমর ও বৌদি 

(ঘ) শম্ভু ও বৌদি। 

(xvi) "স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল।”- কীসের আবেদন জানানো হল?- 

(ক) ট্রেনটাকে থামানোর 

(খ) ট্রেনটাকে বাতিল করার 

(গ) ট্রেনটাকে চালানোর

 (ঘ) নতুন ট্রেনের ব্যবস্থা করার। 

(xvii) "কে জিতেছিল? একলা সে?” 'একলা' বলতে কার কথা বলা হয়েছে?- 

(ক) সিজার

 (খ) দ্বিতীয় ফ্রেডরিক 

(গ) স্পেনের ফিলিপ

 (ঘ) আলেকজান্ডার।

 (xviii) 'ভূবন সোম' চলচ্চিত্রের স্রষ্টা-

 (ক) তরুণ মজুমদার

 (খ) তপন সিংহ 

(গ) ঋত্বিক ঘটক 

(ঘ) মৃণাল সেন।

 (xix) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম- 

(ক) বিশ্ব পরিচয় 

(খ) অব্যক্ত

 (গ) জিজ্ঞাসা

 (ঘ) জীবনস্মৃতি। 

(xx) বাঙালির প্রথম সার্কাসের নাম হল- 

(ক) ন্যাশনাল সার্কাস

 (খ) ইন্টারন্যাশনাল সার্কাস 

(গ) অজন্তা সার্কাস 

(ঘ) অলিম্পিক সার্কাস।

 (xxi) 'গুগাবাবা' শব্দটি হল- 

(ক) মুণ্ডমাল শব্দ 

(খ) অনুকার শব্দ 

(গ) জোড়কলম শব্দ

 (ঘ) পদদ্বৈত।

 (xxii) বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন-

 (ক) নোয়াম চমস্কি

 (খ) জর্জ গ্রিয়ার্সন 

(গ) ফের্দিনা সোস্যুর 

(ঘ) ব্লুমফিল্ড।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×