H.S Test Paper (ABTA Page - 25) । Bangla mcq Question Answer 2025.
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) : ১×১৮=১৮
(i) 'নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে'-
(ক) যা ঘটেছে তা ভুলে যেতে
(খ) অফিসের কাজে মন বসাতে
(গ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না
(ঘ) সংসারে মন দিতে।
(ii) 'মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন'-
(ক) নতুন হয়েছে
(খ) অদৃশ্য হয়েছে
(গ) ছিঁড়ে গেছে
(ঘ) পরিচ্ছন্ন হয়েছে।
(iii) থুপুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো-
(ক) চিটচিটে তুলোর কম্বল
(খ) ছেঁড়া কাপড়
(গ) নোংরা চাদর
(ঘ) দামী শাল।
(iv) 'কনকপানি' চালের ভাত খান-
(ক) বড়বাবু
(খ) পিসিমা
(গ) মেজবাবু
(ঘ) ছোটবাবু।
(v) উচ্ছবকে বড় উতলা করে কী?-
(ক) বাদার চালের গন্ধ
(খ) বউ-ছেলেমেয়েদের কথা
(গ) ফুটন্ত ভাতের গন্ধ
(ঘ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা।
(vi) 'মেঘমদির মহুয়ার দেশ' আছে-
(ক) অনেক, অনেক দূরে
(খ) নিবিড় অরণ্যে
(গ) প্রান্তরের শেষে
(ঘ) খুব,খুব কাছে।
(vii) 'শহরের অসুখ হাঁ করে' কী খায়?-
(ক) সবুজ
(খ) ধোঁয়া
(গ) ধুলো
(ঘ) বাতাস।
(viii) 'রক্তের অক্ষরে দেখিলাম' কী দেখলেন?
(ক) আপনার জগৎ
(খ) আপনার স্বপ্ন
(গ) আপনার রূপ
(ঘ) আপনার বেদনা।
(ix) 'আমি তা পারি না'- কবি কী পারেন না-
(ক) ছবি আঁকতে
(খ) অন্যায়-অবিচার দেখে চুপচাপ থাকতে
(গ) গান গাইতে
(ঘ) অন্যায়-অবিচার দেখে চুপচাপ না থাকতে।
(x) 'এর নাম হওয়া উচিত'-
(ক) হাসির নাটক
(খ) 'অভাব' নাটক
(গ) বিভাব নাটক
(ঘ) একাঙ্ক নাটক।
(xi) দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল-
(ক) তরবারি
(খ) জ্বলন্ত ধূপকাঠি
(গ) জ্বলন্ত মোমবাতি
(ঘ) আতরদান।
(xii) 'কাল্পনিক যুদ্ধ'-এর মৃত্যুকে নাট্যকার বলেছেন-
(ক) অস্বাভাবিক মরা
(খ) খুব রোমান্টিক
(গ) অদ্ভুত মরা
(ঘ) ইসথেটিক মরা।
(xiii) রামন্ত্রীজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন?-
(ক) এক টাকা
(খ) দুই টাকা
(গ) তিন টাকা
(ঘ) চার টাকা।
(xiv) হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়-
(ক) অন্ন চাই, গৃহ চাই
(খ) চাল চাই, কাপড় চাই
(গ) ফ্যান চাই, ভাত চাই
(ঘ) অন্ন চাই, অন্ন চাই।
(xv) 'Life's but a walking shadow' উদ্ধৃতিটির উৎস-
(ক) ওথেলো
(খ) ম্যাকবেথ
(গ) হ্যামলেট
(ঘ) কিংলিয়র।
(xvi) 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন-
(ক) অনিন্দ্য সৌরভ
(খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) শঙ্খ ঘোষ
(ঘ) উৎপল কুমার বসু।
(xvii) 'আমাদের সমস্ত ঘটনা শোনালেন'- কে শোনালেন-
(ক) মায়ের বান্ধবী
(খ) জনৈক সাধু
(গ) স্কুলের মাস্টারমশাই
(ঘ) বলী কান্ধারী।
(xviii) মোহনবাগান ক্লাব গঠিত হয়-
(ক) ১৮৮৯ খ্রিস্টাব্দ
(খ) ১৮৯০ খ্রিস্টাব্দ
(গ) ১৮৯২ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দ।
(xix) 'বেঙ্গল কেমিক্যালস'-এর প্রতিষ্ঠাতা-
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) গোপালচন্দ্র ভট্টাচার্য
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(ঘ) প্রিয়দারঞ্জন রায়।
(xx) অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি-
(ক) উন্ডস্
(খ) শ্বেত অভিসারিকা
(গ) হলকর্ষণ
(ঘ) টুথেলভ ইংক স্কেচেস।
(xxi) বিভাজ্য ধ্বনির অপর নাম-
(ক) যুক্ত ধ্বনি
(খ) তাড়িত ধ্বনি
(গ) পার্শ্বিক ধ্বনি
(ঘ) খণ্ড ধ্বনি।
(xxii) 'থিসরাস' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল-
(ক) অভিধান
(খ) শব্দভাণ্ডার
(গ) শব্দকোশ
(ঘ) রত্নাগার।