থার্মোমিটারের স্থিরাঙ্ক কাকে বলে? কোনো থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং প্রাথমিক অন্তর বলতে কী বোঝ?

  থার্মোমিটারের স্থিরাঙ্ক :

স্কেল তৈরি করার জন্য যে-দুটি নির্দিষ্ট উন্নতা ব্যবহার করা হয়, সেই দুটি নির্দিষ্ট উন্নতাকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলে।

থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক:

প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে-নির্দিষ্ট উন্নতায় বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয় বা বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয়, তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে।

থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক:

প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে-নির্দিষ্ট উন্নতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয়, সেই উন্নতাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে।

থার্মোমিটারের প্রাথমিক অন্তর:

থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যে উন্নতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×