Spoken English Course in Bengali । স্পোকেন ইংলিশ। Model auxiliary verb। পর্ব -১

বন্ধুরা, আজকের আমরা MODAL AUXILIARY VERV সম্পর্কে জানব। আশা করছি শেষ পর্যন্ত পড়লে আপনি MODAL AUXILIARY VERV সম্পর্কে বিস্তারিত শিখতে পারবেন। যা ইংরাজীতে কথা বলতে আপনার অনেক সাহায্য করবে। 

 MODAL AUXILIARY VERV. 

Can, could, would, should, need, ought to, must, dare ইত্যাদি Auxiliary Verb গুলিকে Modal Auxiliary Verb বলে।

Affirmative Sentence: যেতে পারে, বলতে পারে, করতে পারে, আঁকতে পারে ইত্যাদি can বা ability বোঝায়।

(Sub + can + Verb + Obj + Rest)

শাওন ছবি আঁকতে পারে।- Shaon can draw picture. 

অনন্যা ভাল রান্না করতে পারে।-Ananya can cook well. 

আনন্দ ভাল সাঁতার কাটতে পারে।-Ananda can swim well. 

Spoken English Course in Bengali । স্পোকেন ইংলিশ। Model auxiliary verb। পর্ব -১

NOTE: Can-এর পরিবর্তে ক্ষেত্র বিশেষে able to ব্যবহৃত হয়। যেমন-

ইমিতা গাড়ী চালাতে পারে।-Imita is able to drive car.

 আমি তোমাকে শেখাতে পারি। - I am able to teach you.

Passive-এ ব্যবহার:

Doer অর্থাৎ কাজটা কে করে জানা না গেলে Passive Voice-এ করতে হয়।

(Sub + can be + V. P. P. + Obj + Rest)

ছবিটা আঁকা যেতে পারে।- The picture can be drawn.

টাকাটা এখন দেয়া যেতে পারে।- The money can be given now. 

পরীক্ষার ফল বের হতে পারে।- The result may be published.

NOTE: ability বা যোগ্যতার ক্ষেত্রে can be এবং সম্ভাবনা আছে এমন ক্ষেত্রে may be হবে।

(Sub + Can not + Verb + Obj + Rest)

Negative Sentence: তে পারে না

শেফালী গাইতে পারে না।- Shefaly can not sing. 

প্রিয়াঙ্কা রান্না করতে পারে না।- Priyanka can not cook. 

May = অনুমতি লাগে এমন ক্ষেত্রেই সাধারণতঃ May ব্যবহৃত হয়। সাধারণতঃ এই জাতীয় বাক্য প্রশ্নবোধক হয়।

 আমি কি ভিতরে আসতে পারি? - May I come in?

 আমি কি এখন যেতে পারি? - May I go now? 

আমি কি সাহায্য করতে পারি? - May I help you?

Negative-তে পারে না।

(Sub + can not be + V. P. P. + Obj)

টাকাটা দেওয়া যেতে পারে না।- The money can not be given. 

বইটা তোমাকে দেওয়া যেতে পারে না।-The book can not be given to you.

ম্যাচটা জেতা যায় না।- The match can not be won.

কাজটি যদি অতীত দক্ষতা বা Capacity বোঝায়

(Sub + could + Verb + Obj)

তুমি ভাল গাইতে পারতে। - You could sing well. 

সে ছোটবেলায় ভাল দৌড়তে পারতো।-He could run well in his childhood.

Passive-এর ব্যবহার

(Sub + could be + V. P. P. + Rest)

ছবিটা আঁকতে পারতো।- The picture could be drawn.

 অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গাওয়া যেত। - Rabindra Sangeet might be sung in the function.

কাজটা করা যেত। The work might be done.

NOTE: দক্ষতা ছিল-Could be, সম্ভাবনা ছিল-might be ব্যবহার করতে হয়।

আমি গতকাল যেতে পারতাম (যাইনি)-I could have gone yesterday.

আমরা খেলাটা জিততে পারতাম (জিতিনি)। -We could have won the match.

তুমি গতকাল আসতে পারতে (আসনি)। - You could have come yesterday.

NOTE: Could have-এর যায়গায় might have-ব্যবহার করা যায়।

Passive ব্যবহার :

(Sub + could have been + V. P. P. + Rest)

টাকাটা দেওয়া যেত (দেয়নি)। The money could have been  given.

বইটা পড়া যেত (পড়েনি)। - The book could have been read. 

আমাকে ডাকা যেত (ডাকেনি)-I could have been called.

NOTE: Could have been-এর বদলে might have been ব্যবহার করা যায়।

কাজটি করে থাকবে বোঝালে-

(Sub + may have + V. P. P. + Obj + R)

সে স্কুলে গিয়ে থাকবে।- He may have gone to School.

সে ট্রেন মিস করে থাকবে। She may have missed the train. 

Passive-এর ব্যবহার:.

আপনারা বইটি আগে কিনে থাকবেন (active)-You may have bought this book before.

Passive: This book may have been bought by you before.

Passive ব্যবহার-তে পারে

(Sub + may have been + V. P. P. + Rest)

বইটি আগে পড়া থাকতে পারে।- The book may have been read before.

বাকী টাকাটা দেওয়া যেতে পারে।- The due money may have been paid.

কোন কাজ করতাম বা করতে (short period)

(Sub + would + Verb + obj + Rest)

সে ঘটনাটা জানতো।-He would know the matter.

তিনি মাঝে মাঝে এখানে আসতেন।-He would come here now and then.

Passive ব্যবহার:

(Sub + would be + V. P. P. + R)

যদি ঘটনাটা জানা যেত।-If the matter would be known. 

আমাকে যদি জানাতো। - If I would be informed.

নেওয়া হতো, দেওয়া হতো, উপস্থিত হতো এই ক্ষেত্রে:

(Sub + would have been + V. P. P. + Rest)

ছাত্ররা উপকৃত হতো।- Students would have been benefited.

আমাকে যদি নেওয়া হতো। - If I would have been taken.

অতীত অভ্যাস বোঝালে:

(Sub + used to + verb + Obj + Rest)

আর্য্যরা দুধ ও মধু পান করতেন।- The Arya used to drink milk and honey.

আমি রোজ ব্যায়াম করতাম। -I used to exercise daily.

গান্ধীজী রোজ সকালে হাঁটতেন।- Gandhiji used to walk everyday morning.

বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোয় বই পড়তেন।- Vidyasagar used to read book at lamp post light.

Negative Sentence (পারেনি, করিনি)

 (Sub + could not + Verb + obj + Rest)

আমি যেতে পারিনি।-I could not go.

ভারত জিততে পারেনি। India could not win. 

সে তাকে ভুলতে পারেনি। He could not forget her.

Inerrogative Sentence-এর ব্যবহার:

(Wh + could + Sub + Verb + Rest)

ভারত কেন জিততে পারেনি?- Why could not india win?

সে কি আসতে পারেনি? - Could he not come?

তুমি কি আঁকতে পারতে? - Could you draw ?

পোস্ট ভালো অবশ্যই কমেন্ট করে আমাদের জানবেন। আমরা চেষ্টা করব স্পোকেন ইংলিশের বিভিন্ন নিয়ম নিয়ে আর ও নতুন নতুন আপলোড করার। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে যোগাযোগ অপশনে গিয়ে মেইল অথবা কমেন্ট করে জানাতে পারেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×