Spoken English Course in Bengali । স্পোকেন ইংলিশ। Model auxiliary verb। পর্ব -১
MODAL AUXILIARY VERV.
Can, could, would, should, need, ought to, must, dare ইত্যাদি Auxiliary Verb গুলিকে Modal Auxiliary Verb বলে।
Affirmative Sentence: যেতে পারে, বলতে পারে, করতে পারে, আঁকতে পারে ইত্যাদি can বা ability বোঝায়।
(Sub + can + Verb + Obj + Rest)
শাওন ছবি আঁকতে পারে।- Shaon can draw picture.
অনন্যা ভাল রান্না করতে পারে।-Ananya can cook well.
আনন্দ ভাল সাঁতার কাটতে পারে।-Ananda can swim well.
NOTE: Can-এর পরিবর্তে ক্ষেত্র বিশেষে able to ব্যবহৃত হয়। যেমন-
ইমিতা গাড়ী চালাতে পারে।-Imita is able to drive car.
আমি তোমাকে শেখাতে পারি। - I am able to teach you.
Passive-এ ব্যবহার:
Doer অর্থাৎ কাজটা কে করে জানা না গেলে Passive Voice-এ করতে হয়।
(Sub + can be + V. P. P. + Obj + Rest)
ছবিটা আঁকা যেতে পারে।- The picture can be drawn.
টাকাটা এখন দেয়া যেতে পারে।- The money can be given now.
পরীক্ষার ফল বের হতে পারে।- The result may be published.
(Sub + Can not + Verb + Obj + Rest)
Negative Sentence: তে পারে না
শেফালী গাইতে পারে না।- Shefaly can not sing.
প্রিয়াঙ্কা রান্না করতে পারে না।- Priyanka can not cook.
May = অনুমতি লাগে এমন ক্ষেত্রেই সাধারণতঃ May ব্যবহৃত হয়। সাধারণতঃ এই জাতীয় বাক্য প্রশ্নবোধক হয়।
আমি কি ভিতরে আসতে পারি? - May I come in?
আমি কি এখন যেতে পারি? - May I go now?
আমি কি সাহায্য করতে পারি? - May I help you?
Negative-তে পারে না।
(Sub + can not be + V. P. P. + Obj)
টাকাটা দেওয়া যেতে পারে না।- The money can not be given.
বইটা তোমাকে দেওয়া যেতে পারে না।-The book can not be given to you.
ম্যাচটা জেতা যায় না।- The match can not be won.
কাজটি যদি অতীত দক্ষতা বা Capacity বোঝায়
(Sub + could + Verb + Obj)
তুমি ভাল গাইতে পারতে। - You could sing well.
সে ছোটবেলায় ভাল দৌড়তে পারতো।-He could run well in his childhood.
(Sub + could be + V. P. P. + Rest)
ছবিটা আঁকতে পারতো।- The picture could be drawn.
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গাওয়া যেত। - Rabindra Sangeet might be sung in the function.
কাজটা করা যেত। The work might be done.
NOTE: দক্ষতা ছিল-Could be, সম্ভাবনা ছিল-might be ব্যবহার করতে হয়।
আমি গতকাল যেতে পারতাম (যাইনি)-I could have gone yesterday.
আমরা খেলাটা জিততে পারতাম (জিতিনি)। -We could have won the match.
তুমি গতকাল আসতে পারতে (আসনি)। - You could have come yesterday.
NOTE: Could have-এর যায়গায় might have-ব্যবহার করা যায়।
Passive ব্যবহার :
(Sub + could have been + V. P. P. + Rest)
টাকাটা দেওয়া যেত (দেয়নি)। The money could have been given.
বইটা পড়া যেত (পড়েনি)। - The book could have been read.
আমাকে ডাকা যেত (ডাকেনি)-I could have been called.
NOTE: Could have been-এর বদলে might have been ব্যবহার করা যায়।
কাজটি করে থাকবে বোঝালে-
(Sub + may have + V. P. P. + Obj + R)
সে স্কুলে গিয়ে থাকবে।- He may have gone to School.
সে ট্রেন মিস করে থাকবে। She may have missed the train.
Passive-এর ব্যবহার:.
আপনারা বইটি আগে কিনে থাকবেন (active)-You may have bought this book before.
Passive: This book may have been bought by you before.
Passive ব্যবহার-তে পারে
(Sub + may have been + V. P. P. + Rest)
বইটি আগে পড়া থাকতে পারে।- The book may have been read before.
বাকী টাকাটা দেওয়া যেতে পারে।- The due money may have been paid.
কোন কাজ করতাম বা করতে (short period)
(Sub + would + Verb + obj + Rest)
সে ঘটনাটা জানতো।-He would know the matter.
তিনি মাঝে মাঝে এখানে আসতেন।-He would come here now and then.
Passive ব্যবহার:
(Sub + would be + V. P. P. + R)
যদি ঘটনাটা জানা যেত।-If the matter would be known.
আমাকে যদি জানাতো। - If I would be informed.
নেওয়া হতো, দেওয়া হতো, উপস্থিত হতো এই ক্ষেত্রে:
(Sub + would have been + V. P. P. + Rest)
ছাত্ররা উপকৃত হতো।- Students would have been benefited.
আমাকে যদি নেওয়া হতো। - If I would have been taken.
অতীত অভ্যাস বোঝালে:
(Sub + used to + verb + Obj + Rest)
আর্য্যরা দুধ ও মধু পান করতেন।- The Arya used to drink milk and honey.
আমি রোজ ব্যায়াম করতাম। -I used to exercise daily.
গান্ধীজী রোজ সকালে হাঁটতেন।- Gandhiji used to walk everyday morning.
বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোয় বই পড়তেন।- Vidyasagar used to read book at lamp post light.
Negative Sentence (পারেনি, করিনি)
(Sub + could not + Verb + obj + Rest)
আমি যেতে পারিনি।-I could not go.
ভারত জিততে পারেনি। India could not win.
সে তাকে ভুলতে পারেনি। He could not forget her.
Inerrogative Sentence-এর ব্যবহার:
(Wh + could + Sub + Verb + Rest)
ভারত কেন জিততে পারেনি?- Why could not india win?
সে কি আসতে পারেনি? - Could he not come?
তুমি কি আঁকতে পারতে? - Could you draw ?
পোস্ট ভালো অবশ্যই কমেন্ট করে আমাদের জানবেন। আমরা চেষ্টা করব স্পোকেন ইংলিশের বিভিন্ন নিয়ম নিয়ে আর ও নতুন নতুন আপলোড করার। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে যোগাযোগ অপশনে গিয়ে মেইল অথবা কমেন্ট করে জানাতে পারেন।