টীকা লেখো: মাস্টারদা সূর্যসেন/মাস্টারদা সূর্যসেনের বিপ্লবী জীবন সম্পর্কে আলোচনা করো।

 বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম সেনানী হলেন সূর্যসেন। পেশায় ছিলেন চট্টগ্রাম উমাতারা বিদ্যালয়ের শিক্ষক। তাই সমকর্মী তো বলেই, সকলেই তাকে 'মাস্টারদা' বলে চিনত।

বিপ্লববাদের বহিঃপ্রকাশ: 

সারা দেশে যখন আইন অমান্য আন্দোলনের সূচনা পর্বের উন্মাদনা তখন বিপ্লববাদের আবার তীব্র মাত্রায় আত্মপ্রকাশ করে।

সূর্যসেনের সংগঠন:

 অসহযোগ আন্দোলনের ব্যর্থতার জেরে সূর্যসেন চট্টগ্রামে বেশ কয়েক জনকে নিয়ে গোপনে বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। পরে এর নাম হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। সহকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অনন্ত সিংহ, লোকনাথ বল, গণেশ ঘোষ, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা লাভ তাদের লক্ষ্য ছিল। এজন্য তাঁরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা করেন।

অস্ত্রাগার লুণ্ঠন:

 বিপ্লবীদের প্রায় ৫০জনের একটি দল ১৯৩০ খ্রিঃ ১৮ই এপ্রিল রাত্রি দশটায় টেলিফোনের তার কেটে দিয়ে পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করেন। তাঁরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিলে ইংরেজ বাহিনী তাদের আক্রমণ করেন।

পরিণতি: 

দুইপক্ষে প্রচুর হত্যাহত হয়। সূর্যসেন পালিয়ে যান। পরে সূর্যসেন ধরা পড়েন। ১৯৩৪ সালের ১৩ই মে সূর্যসেন ফাঁসির মঞ্চে শহিদ হন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url