অহিংসা অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণের গুরুত্ব লেখো।

উত্তর: অহিংসা অসহযোগ আন্দোলনে গান্ধীজির নেতৃত্বে প্রচুর নারী অংশগ্রহণ করেছিল।

(১) এই আন্দোলনে বিদেশি দ্রব্য বর্জন, মিছিল মিটিং, বিদেশি দোকানের সামনে পিকেটিং-এ বহু নারী অংশগ্রহণ করে।

(২) প্রত্যক্ষ বিক্ষোভ: প্রিন্স অব ওয়েলসের ভারত সফরের প্রতিবাদে অসংখ্য নারী রাস্তায় নেমে সরাসরি বিক্ষোভ প্রদর্শন করেন। কলকাতার রাস্তায় বাসন্তী দেবী, উর্মিলা দেবী বিক্ষোপ দেখালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

(৩) স্বাদেশিকতা: বহু নারী চরকার সুতো কেটে কাপড় বুনে আন্দোলনে অংশগ্রহণ করে। তিলক স্বরাজ তহবিলে নিজের অলংকার দান করন।

(৪) আন্দোলনের মহিলা নেতৃবৃন্দ: বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত প্রমুখ নারী অসহযোগ আন্দোলনে যোগদান করেন।

অসহযোগ আন্দোলনের পরবর্তীকালে দীপাবলি সংঘ, মহিলা রাষ্ট্রীয় সংঘের দ্বারা নারীরা আন্দোলন চালাতে থাকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url