বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে (1905-11খ্রিঃ) ছাত্র আন্দোলনের পরিচয় দাও।
ভূমিকা :
১৯০৫ খ্রি. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলে জাতীয় নেতৃবৃন্দ ছাত্রসমাজকে 'গোল-দিঘির গোলামখানা' বা কলিকাতা বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। এই ডাকে সাড়া দিয়ে ছাত্রসমাজ বঙ্গভঙ্গ বিরোধী-বয়কট, স্বদেশি ও জাতীয় শিক্ষা আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ে।
শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ:
সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত ডান সোসাইটি (১৯০২খ্রিঃ) ছাত্রদের ঐক্যবদ্ধ করতে থাকে। আন্দোলন ছাত্রদের উৎসাহ দেখে সুরেন্দ্রনাথ বলেন যে, তারাই এই আন্দোলনের 'স্বনিয়োজিত প্রচারক'। তাদের উদ্যোগে 'বয়কট' এক প্রত্যক্ষ সংগ্রামে পরিণত হয়। 'সন্ধ্যা' পত্রিকার ডাকে সাড়া দিয়ে কলকাতা ও পূর্ববঙ্গের জেলাগুলি থেকে ছাত্ররা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে আসতে থাকে।
সভা সমাবেশ:
1905 খ্রিঃ 31 জুলাই কলকাতার বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিরা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি গড়ে তোলেন। 5 আগস্ট কলেজ স্কোয়ার থেকে মিছিল করে ১ হাজার ছাত্র টাউন হলের সভায় যোগ দেয়।
দমনমূলক আইন:
এই পরিস্থিতিতে সরকার 1905 খ্রিঃ কার্লাইল সার্কুলার পেভলার সার্কুলার, নিয়ন সার্কুলার সহ কয়েকটি দমনমূলক সার্কুলার ঘোষণা করে ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করেন। পূর্ববঙ্গ ছাত্রদের ওপর ব্যাপক পুলিশ নির্যাতন চলতে থাকে। কিন্তু তাতেও ছাত্র আন্দোলন দমন করা যায়নি। তবে বিভিন্ন কারণে 1910 খ্রিঃ ছাত্র আন্দোলনে ভাটা পড়ে।