১৯৬৩ খ্রিঃ সরকারী ভাষা আইন সম্পর্কে কি জান?
ভূমিকাঃ
১৯৫৫ খ্রিঃ গঠিত সরকারি ভাষা কমিশন তার প্রতিবেদনে (১৯৫৬ খ্রিঃ) দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দিতে ভারতের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে।
(1) আইন পাস:
সরকারি ভাষা কমিশন হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অহিন্দিভাষী রাজ্যগুলিতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। দক্ষিণ ভারতে হিন্দি ভাষার বিরুদ্ধে প্রবল আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়। এই অবস্থায় ভারতীয় পার্লামেন্টে সরকারি ভাষা আইন (১৯৬৩ খ্রিঃ) পাস হয়।
(2) আইনের ধারা:
সরকারি ভাষা আইন অনুসারে-
(i) ১৯৬৫ খ্রিস্টাব্দের পরও সরকারি কাজকর্মে হিন্দির পাশাপাশি ইংরেজি ভাষার ব্যবহারও চালু থাকে।
(ii) রাজ্য বিধানসভাগুলি নিজ নিজ রাজ্যের জন্য সরকারি ভাষা নির্দিস্ট করার অধিকার পায়।
(3) অস্টম তফসিল:
সরকারি ভাষা আইনের ধারা অনুসারে বিভিন্ন রাজ্য বিধানসভা তাদের সরকারি ভাষা নির্দিষ্ট করলে ১৯৬৪ খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় সংবিধানের অস্টম তফসিলে সরকারি ভাষা হিসেবে ১৪টি ভাষা স্থান পায়। এই ভাষাগুলি হল- অসমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, মালয়ালম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু।