Food SI Paper Leak 2024|WB Food SI Exam Question Paper Leaked|

 আমাদের দেশের পরিক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়াটা এখন সাধারন হয়ে গিয়েছে। পরিক্ষার কর্তৃ পরিক্ষার আগে ভাব দেখায় মনে আর ফাঁস হবে। কিন্তু আবার সেই ঘটনার সাক্ষী হল দেশবাসী। 

Food Si exam paper leak

পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর পরিক্ষার প্রশ্ন ফাঁস। এর জন্য জন্য কারা দায়ী। পরিক্ষার কঠোর নিরাপত্তা দেওয়ার কথা ছিল তাহলে কীভাবে প্রশ্ন স্যোশাল মিডিয়াতে এল এবং যারা পরিক্ষা দিয়েছে তাদের কী হবে। এর জন্য পাবলিক সার্ভিস কমিশনের কী ব্যবস্থা নেওয়া উচিত, বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। 

গত 16 ই মার্চ 2024 শে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরিক্ষা সমাপ্ত হয় এবং পরিক্ষা টি 6 টি শিফ্ট 2 দিনে সমাপ্ত করেছে পাবলিক সার্ভিস কমিশন। এই পরিক্ষায় 13 লক্ষ শিক্ষার্থী অংশ গ্ৰহন করেছে। 

পরিক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া এবং পরিক্ষা হলে বাইরে নিয়ে আসার কঠোর নিষেধাজ্ঞা ছিল পাবলিক সার্ভিস কমিশনের। তাহলে প্রশ্ন পত্র বাইরে এল কীভাবে। কাদের গাফলতির কারনে এমনটা হল। প্রশ্নপত্র পরিক্ষার হলে থেকে বাইরে এল, না পরিক্ষার আগে থেকেই প্রশ্ন ফাঁস হয়েছে চলুন দেখে আসি। 

উপরে যে ছবিটি দেখতে পারছেন, এটি বাসে দাড়িয়ে থাকা কোনো ব্যক্তি ছবিটি তুলেছেন। প্রশ্নের সমস্ত উত্তর সমাধান করা রয়েছে, তাহলে প্রশ্ন কি পরিক্ষার আগে ফাঁস হয়ে গিয়েছে। যদি এমনটা হয় তাহলে পরিক্ষার্থীদের এত দিনের পরিশ্রমের মূল্য কে মিটাবে। 

আবার কি পাবলিক সার্ভিস কমিশন প্রথম থেকে পরিক্ষা নেবে। আমার তো মনে হয় নেওয়া উচিত, আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। 

এমন খবরের আপডেট পেতে নিচে ইমেইল দিয়ে আমাদের সাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। 

পোস্ট ট্যাগ - পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস। ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরিক্ষার প্রশ্ন লিক। স্যোশাল মিডিয়ায় পরিক্ষার প্রশ্ন ফাঁস। পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত পরিক্ষার প্রশ্ন ফাঁস। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×