সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্সের ভূমিকা কী ছিল ?

 উত্তর : অসহযোগ আন্দোলনের সমাপ্ততির পর বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠা : ১৯২৮ খ্রিঃ চিত্তরঞ্জনদাস এর অনুপ্রেরণা ও সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বেঙ্গল ভলান্টিয়ার্স গঠিত হয়। একে সংক্ষেপে বলা হতো বি.ভি।

সংগঠন : বেঙ্গল ভলান্টিয়ার্সের নেতৃত্বে ছিলেন সুভাষচন্দ্র বসু এবং সম্পাদক ছিলেন সত্য গুপ্ত। সত্য গুপ্ত বেঙ্গল ভলান্টিয়ার্সকে শক্তিশালী দল হিসেবে গঠন করেন। এর অনেক শাখা স্থাপিত হয়।

উদ্দেশ্যঃ 

(1) সদস্যদের যে কোনোরকম আত্মত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত করা।

 (2) এখানে বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হতো।

(3) ব্রিটিশদের হত্যার পরিকল্পনা করা হতো।

বিপ্লবীগণ : এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গণেশ ঘোষ, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত প্রমুখ ।

Madhyamik history suggestions



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×