প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন ?
ভূমিকা : সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অন্যতম এক অগ্নিকন্যা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ছিলেন ভারতে প্রথম বিপ্লবী মহিলা শহীদ।
আত্মপরিচয় : প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ খ্রি. ৫ মে চট্টগ্রামের ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম থেকে কলকাতার বেথুন কলেজে দর্শন শাস্ত্রে বি.এ. পাশ করেন। মাত্র ২০ বছর বয়সে তিনি চট্টগ্রামের এক স্কুলে প্রধান শিক্ষিকার পদে যোগদান করেন।
সূচনা : প্রীতিলতা ছাত্রাবস্থায় দীপালি সংঘে যোগদান করে শরীর চর্চায় নিজেকে নিয়োজিত করেন। পরে তিনি ফুনতার ছদ্মনামে সূর্যসেনের বিপ্লবী দলে যোগদান করেন।
কার্যাবলি : মাষ্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন (১৯৩০ খ্রি. ১৮ এপ্রিল), টেলিফোন, টেলিগ্রাফ অফিস ধ্বংস, জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, ধলঘাটের যুদ্ধ প্রভৃতি ক্ষেত্রে অংশগ্রহন করেন। ১৯৩২ খ্রি. ২৪ সেপ্টেম্বর ইউরোপীয়ান ক্লাব আক্রমন করে একজনকে নিহত ও একজনকে আহন করেন। এর পর প্রীতিলতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে তিনি সায়ানাইড বিষ পান করে আত্মহত্যা করেন। কর্তব্যবোধ সম্পর্কে সচেতন ছিলেন।জীবনের শেষক্ষণ পর্যন্ত প্রীতিলতা নিজেকে দেশের জন্য আত্মনিয়োগ করে গিয়েছেন।