কলকাতায় বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা আলোচনা করো।

 

মাধ্যমিক ইতিহাস সাজেশন

 উত্তর
:- কলকাতা বিজ্ঞান কলেজ : ঊনবিংশ শতাব্দীতে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটলে আধুনিক বিজ্ঞান শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে ওঠে। এই পরিস্থিতিতে বাংলায় বিজ্ঞানচর্চার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠে তাদের মধ্যে অন্যতম ছিল কলকাতা বিজ্ঞান কলেজ। 

প্রেক্ষাপট :- লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে ১৯০৫ খ্রিঃ বাংলায় স্বদেশি ও বয়কট আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় ১৯১৪ খ্রিঃ ২৭শে মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি গঠন করেন।

মৌলিক গবেষণা:-  কলকাতা বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ও গবেষণা সক্রিয় সহযোগিতা পেয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার কাজ করার সুযোগ পান। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ।

খ্যাতনামা শিক্ষক : কলকাতা বিজ্ঞান কলেজে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, শিশির কুমার মিত্র প্রমুখ শিক্ষাদান করেন। তাঁদের পরিশ্রমে এখানে বিশ্বমানের শিক্ষাদান ব্যবস্থা গড়ে ওঠে।

অবদান : এখানকার শিক্ষক আচার্য প্রফুল্ল রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করে দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাদ সাহা স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত থেকে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

           


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×