বাংলা মুদ্রণশিল্পে শ্রীরামপুরের ছাপাখানার অবদান লেখো।

 উত্তর : জেসুইট মিশনারি কেরি, মার্শম্যান, ওয়ার্ড শ্রীরামপুরে ১৮০০ খ্রিস্টাব্দে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন যা সেই সময় এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানা রূপে প্রসিদ্ধ হয়েছিল। এই ছাপাখানার দ্বারা বাংলা মুদ্রণশিল্পে নতুন যুগের সৃষ্টি হয়।

অনুবাদ সাহিত্য : শ্রীরামপুর ছাপাখানা থেকে ভারতীয় বিভিন্ন আঞ্চলিক ভাষায় রামায়ণ, মহাভারত, বাইবেল অনুদিত হয়ে ছাপা হতে থাকে। 

পাঠ্যপুস্তকঃ এই ছাপাখানা থেকে ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক অন্যান্য বিদ্যালয় ও কলেজ গুলির পাঠ্যপুস্তক প্রভূত পরিমানে ছাপা হতে থাকে।

পত্রপত্রিকা ও সংবাদপত্র ঃ শ্রীরামপুর ছাপাখানা থেকে রামরাম বসুর 'প্রতাপাদিত্য চরিত্র' এবং মার্শম্যান সম্পাদিত ‘দিকদর্শন' পত্রিকাটি প্রকাশিত হয়।

শিক্ষায় ভূমিকা : শ্রীরামপুর মিশনের ছাপাখানা থেকে প্রচুর পাঠ্যপুস্তক ছাপা হতে থাকে। ফলে শিক্ষার্থীদের হাতে খুব সহজে পাঠ্যপুস্তক পৌঁছে যেতে থাকে। দরিদ্র শিক্ষার্থীরাও শিক্ষা লাভের সুযোগ পায় ।

Madhymik history



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×