খাদ্য দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশ হলে আবেদন যোগ্য।
আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুন সুখবর। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর ও অন্যান্য কাজে জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় হন কেন আপনি এ কাজের আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে নারী- পুরুষ আবেদন করতে পারবেন। মাসের মাহিনা কত, কী কী যোগ্যতা লাগবে, আবেদন করবেন কী ভাবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। চলুন দেখে আসি আজকের প্রতিবেদনটি।
খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি
Employment Name | BCIL/Project-111(HRMS)F.No.113/FSSAI -NR/Cr.733/ADB.440 |
---|---|
পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর |
শূন্যপদ | 4 |
শিক্ষাগত যোগ্যতা | 1. যে কোন বিভাগ থেকে স্নাতক পাশ হতে হবে। 2. এম. এস. অফিস সফ্টওয়্যারের কাজ জানতে হবে। |
টাইপিং স্পিড | 30 WPM |
মাসিক বেতন | 25792 টাকা |
বয়সসীমা | 40 বছর অথবা তার নিচে। |
খাদ্য দপ্তরে Multi Tasking Staff পদে নিয়োগ বিজ্ঞপ্তি
Employment Name | BCIL/Project-111(HRMS)F.No.113/FSSAI -NR/Cr.733/ADB.440 |
---|---|
পদের নাম | Multi Tasking Staff |
শূন্যপদ | 4 |
শিক্ষাগত যোগ্যতা | নূন্যতম মাধ্যমিক পাশ। |
মাসিক বেতন | 21632 টাকা |
ডকুমেন্টস | ছবি,স্বাক্ষর,মাধ্যমিক মার্কশিট,কাস্ট সার্টিফিকেট |
বয়সসীমা | 40 বছর অথবা তার নিচে। |
খাদ্য দপ্তরে It Person পদে নিয়োগ বিজ্ঞপ্তি
Employment Name | BCIL/Project-111(HRMS)F.No.113/FSSAI -NR/Cr.733/ADB.440 |
---|---|
পদের নাম | It Person |
শূন্যপদ | 1 |
শিক্ষাগত যোগ্যতা | B.tec/BCA in computer science |
মাসিক বেতন | 35000 টাকা |
বয়সসীমা | 40 বছর অথবা তার নিচে। |
আবেদন করতে কত টাকা ফি লাগবে?
সম্পূর্ন আবেদন পদ্ধতি অনলাইনে করতে হবে। আবেদন করতে হলে আপনাকে কিছু পে করতে হবে - SC, ST, OBC প্রভৃতি কাস্টের পার্থীরা বিজ্ঞপ্তি অনুসারে টাকা পে করতে হবে , চলুন তা দেখে আসি - বিভাগ অনুযায়ী নিবন্ধন এবং আবেদন প্রক্রিয়াকরণ নীচে দেওয়া হল:
সাধারণ- Rs.885/- (আবেদিত প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs.590/- অতিরিক্ত)
OBC- Rs.885/- (আবেদিত প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs.590/- অতিরিক্ত)
SC/ST- Rs.531/- (আবেদিত প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs. 354/- অতিরিক্ত)
প্রাক্তন সৈনিক - 885/- টাকা (প্রয়োগিত প্রতিটি অতিরিক্ত পদের জন্য 590/- অতিরিক্ত)
মহিলা- Rs.885/- (আবেদিত প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs.590/- অতিরিক্ত)
EWS/PH- Rs.531/- (আবেদিত প্রতিটি অতিরিক্ত পোস্টের জন্য Rs. 354/- অতিরিক্ত)