কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।

  কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। অথবা, কিংবদন্তি বলতে কী বোঝায়? কিংবদন্তির বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।

 বিভিন্ন পৌরাণিক কাহিনিতে অর্ধসত্য কল্পনাও অতিরঞ্জন থাকলেও কিংবদন্তিতে অতীতের অনেক ঐতিহাসিক তথ্য ও সূত্র থাকে। কিংবদন্তির বিষয়গুলিতে থাকে আধ্যাত্মিক ঘটনা, ভূতপ্রেতের কাহিনি ও ইতিহাসের বিভিন্ন অলৌকিক ঘটনার উল্লেখ। কিংবদন্তির ঘটনাগুলি মানুষের মনে ভয়, প্রেরণা ও ঐক্যের চিন্তা সৃষ্টি করে। তবে দীর্ঘদিন ধরে অতীতের কোনো ঘটনা লোকমুখে প্রচলিত হলে এবং সেই অঞ্চলের মানুষ যখন ঐ  ঘটনা বংশপরম্পরায় বিশ্বাস করে এবং পরবর্তী প্রজন্মে তা শোনা যায়, তখন তাকে কিংবদন্তি বা বীরগাথা বলা হয়।

উচ্চ মাধ্যমিক ইতিহাস

কিংবদন্তি/বীরগাথার বৈশিষ্ট্য: কিংবদন্তি বা বীরগাথার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ-

 অতিরঞ্জন:

 কিংবদন্তি বা বীরগাথায় ছোটো-বড়ো যেকোনো ঘটনাকেই অতিরঞ্জিত করা যায়। বলা যায়, কিংবদন্তি বাস্তব ও কল্পিত ঘটনার সংমিশ্রণে গঠিত টুকরো টুকরো কথা, যেখানে সত্য-মিথ্যা যা-ই থাকুক-না-কেন মানুষ তা বিশ্বাস করে।

 বিস্ময় ও কল্পনা:

 কিংবদন্তির প্রেক্ষাপট রচনায় সাহায্য করে বিস্ময় ও কল্পনা। আসলে কিংবদন্তির বিস্ময়কর কাহিনি আমাদের কল্পনার জগতে নিয়ে যায়।

 উৎসগত: 

বহু পণ্ডিতের মতে, সামাজিক বিবর্তনের পথেই কিংবদন্তির উদ্ভব। মূলত পুরাকাহিনিই পরবর্তীকালে কিংবদন্তির রূপ নিয়ে থাকে।

 বীরত্বমূলক কাহিনির নায়ক:

 কিংবদন্তির মাধ্যমে অতীতের কোনো বীর নায়কের বীরত্বপূর্ণ কর্মকান্ডকেই তুলে ধরা হয়। তাঁরা ঈশ্বরের মতো সীমাহীন শক্তির অধিকারী হতেন বলে কিংবদন্তি কোনো প্রামাণ্য চরিত্র নয়।

লোক ও মনুষ্যজাত গল্প: 

কিংবদন্তি আসলে লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত। জনগণের মুখে প্রচলিত বিভিন্ন গল্পের দ্বারা কিংবদন্তি ছড়িয়ে পড়ে।

কিংবদন্তির গুরুত্ব:

 কিংবদন্তির ঘটনাবলিতে যে স্থান, চরিত্র, পশুকথা বর্ণনা করা হয়েছে তার অস্তিত্ব পরবর্তীকালে লক্ষ করা যায়। কিংবদন্তির গুরুত্ব নিম্নরূপ-

আনন্দদান: 

কিংবদন্তির বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক ঘটনা পাঠ করে আমরা আনন্দ পেয়ে থাকি।

 প্রবহমাণ ঐতিহ্য:

 একটি দেশ বা জাতির নির্দিষ্ট পরিমণ্ডলে আবদ্ধ না থেকে কিংবদন্তি দেশান্তরে ছড়িয়ে পড়ে। একাধিক অঞ্চলের ঐতিহ্যের মধ্যে কিংবদন্তি গড়ে উঠলেও তা পরবর্তীকালে প্রবহমাণ ঐতিহ্যে পরিণত হয়।

 ইতিহাস কেন্দ্রিক: 

লোকমুখে প্রচলিত বিভিন্ন কাহিনি প্রচারিত হলেও সেগুলির মধ্যে ইতিহাসের তথ্যসূত্র লুকিয়ে থাকে। আমরা বেশ কিছু তথ্যের সূত্রও এর থেকে পেয়ে থাকি।

 নীতিশিক্ষা ও মূল্যবোধ জাগরণ:

 কিংবদন্তির ঘটনাবলি থেকে মানুষের মধ্যে নীতিশিক্ষা ও মূল্যবোধের শিক্ষা সঞ্চারিত হয়।

 প্রেরণার জোগান: 

মানুষের মনে যখন ভয়ের সঞ্চার হয় কিংবদন্তির ঘটনাবলি তখন তাদের মনে সাহস জোগায়, প্রেরণার সৃষ্টি করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url