কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।

  কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। অথবা, কিংবদন্তি বলতে কী বোঝায়? কিংবদন্তির বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।

 বিভিন্ন পৌরাণিক কাহিনিতে অর্ধসত্য কল্পনাও অতিরঞ্জন থাকলেও কিংবদন্তিতে অতীতের অনেক ঐতিহাসিক তথ্য ও সূত্র থাকে। কিংবদন্তির বিষয়গুলিতে থাকে আধ্যাত্মিক ঘটনা, ভূতপ্রেতের কাহিনি ও ইতিহাসের বিভিন্ন অলৌকিক ঘটনার উল্লেখ। কিংবদন্তির ঘটনাগুলি মানুষের মনে ভয়, প্রেরণা ও ঐক্যের চিন্তা সৃষ্টি করে। তবে দীর্ঘদিন ধরে অতীতের কোনো ঘটনা লোকমুখে প্রচলিত হলে এবং সেই অঞ্চলের মানুষ যখন ঐ  ঘটনা বংশপরম্পরায় বিশ্বাস করে এবং পরবর্তী প্রজন্মে তা শোনা যায়, তখন তাকে কিংবদন্তি বা বীরগাথা বলা হয়।

উচ্চ মাধ্যমিক ইতিহাস

কিংবদন্তি/বীরগাথার বৈশিষ্ট্য: কিংবদন্তি বা বীরগাথার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ-

 অতিরঞ্জন:

 কিংবদন্তি বা বীরগাথায় ছোটো-বড়ো যেকোনো ঘটনাকেই অতিরঞ্জিত করা যায়। বলা যায়, কিংবদন্তি বাস্তব ও কল্পিত ঘটনার সংমিশ্রণে গঠিত টুকরো টুকরো কথা, যেখানে সত্য-মিথ্যা যা-ই থাকুক-না-কেন মানুষ তা বিশ্বাস করে।

 বিস্ময় ও কল্পনা:

 কিংবদন্তির প্রেক্ষাপট রচনায় সাহায্য করে বিস্ময় ও কল্পনা। আসলে কিংবদন্তির বিস্ময়কর কাহিনি আমাদের কল্পনার জগতে নিয়ে যায়।

 উৎসগত: 

বহু পণ্ডিতের মতে, সামাজিক বিবর্তনের পথেই কিংবদন্তির উদ্ভব। মূলত পুরাকাহিনিই পরবর্তীকালে কিংবদন্তির রূপ নিয়ে থাকে।

 বীরত্বমূলক কাহিনির নায়ক:

 কিংবদন্তির মাধ্যমে অতীতের কোনো বীর নায়কের বীরত্বপূর্ণ কর্মকান্ডকেই তুলে ধরা হয়। তাঁরা ঈশ্বরের মতো সীমাহীন শক্তির অধিকারী হতেন বলে কিংবদন্তি কোনো প্রামাণ্য চরিত্র নয়।

লোক ও মনুষ্যজাত গল্প: 

কিংবদন্তি আসলে লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত। জনগণের মুখে প্রচলিত বিভিন্ন গল্পের দ্বারা কিংবদন্তি ছড়িয়ে পড়ে।

কিংবদন্তির গুরুত্ব:

 কিংবদন্তির ঘটনাবলিতে যে স্থান, চরিত্র, পশুকথা বর্ণনা করা হয়েছে তার অস্তিত্ব পরবর্তীকালে লক্ষ করা যায়। কিংবদন্তির গুরুত্ব নিম্নরূপ-

আনন্দদান: 

কিংবদন্তির বিভিন্ন অলৌকিক ও কাল্পনিক ঘটনা পাঠ করে আমরা আনন্দ পেয়ে থাকি।

 প্রবহমাণ ঐতিহ্য:

 একটি দেশ বা জাতির নির্দিষ্ট পরিমণ্ডলে আবদ্ধ না থেকে কিংবদন্তি দেশান্তরে ছড়িয়ে পড়ে। একাধিক অঞ্চলের ঐতিহ্যের মধ্যে কিংবদন্তি গড়ে উঠলেও তা পরবর্তীকালে প্রবহমাণ ঐতিহ্যে পরিণত হয়।

 ইতিহাস কেন্দ্রিক: 

লোকমুখে প্রচলিত বিভিন্ন কাহিনি প্রচারিত হলেও সেগুলির মধ্যে ইতিহাসের তথ্যসূত্র লুকিয়ে থাকে। আমরা বেশ কিছু তথ্যের সূত্রও এর থেকে পেয়ে থাকি।

 নীতিশিক্ষা ও মূল্যবোধ জাগরণ:

 কিংবদন্তির ঘটনাবলি থেকে মানুষের মধ্যে নীতিশিক্ষা ও মূল্যবোধের শিক্ষা সঞ্চারিত হয়।

 প্রেরণার জোগান: 

মানুষের মনে যখন ভয়ের সঞ্চার হয় কিংবদন্তির ঘটনাবলি তখন তাদের মনে সাহস জোগায়, প্রেরণার সৃষ্টি করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×