নারী সমাজের ইতিহাস সম্পর্কে আলোচনা করো অথবা,আধুনিক ভারতে নারীর ইতিহাস সম্পর্কে যা জানা লেখো।
ভূমিকাঃ
ইতিহাসে নারী কী ভূমিকা পালন করেছে তা নিয়ে বর্তমানকালে চর্চা শুরু হয়েছে। এই চর্চাই হল নারী ইতিহাস।
নারী ইতিহাস চর্চার সুত্রপাত:
ইতিহাসে নারীদের ভূমিকা নিয়ে আধুনিক কালে গবেষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে এবং পুরুষের সঙ্গে নারী ইতিহাসের চর্চাও গুরুত্ব পেতে শুরু করেছে। 1970 দশক থেকে নারী জাতির ইতিহাস চর্চার সুত্রপাত ঘটেছে।
ইতিহাসে নারীর ভূমিকা:
নারীরা ছিল বাল্যকালে পিতার অধীনে, যৌবনে স্বামীর অধীন এবং বৃদ্ধা অবস্থায় সন্তানদের পরজীবী। নারী চরিত্রের আসল রূপ ছিল পালন কর্মী রূপে।
নারীদের বঞ্চনা:
নারীরা নির্যাতন, নিপীড়ন, বধু অত্যাচার বঞ্চনার শিকার হত।
বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদদের ভূমিকাঃ
1905 খ্রি. বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলনে নারীদের অন্যতম ভূমিকা ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য সরলাদেবী, লীলাবতী মিত্র, নির্মলা সরকার ইত্যাদি।
আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা:
1930 খ্রি. গান্ধিজির নেতৃত্বে আইন আন্দোলন নারীদের অংশ গ্রহণের প্রক্রিয়া ছিল আরও ব্যাপক। কলকাতায় নারীরা 'নারী সত্যাগ্রহ সমিতি' নামে একটি নারী সমিতি গঠন করেন। তারা হলেন শান্তিদাস, হিন্ডুমতি গোয়েঙ্কা, মাতঙ্গিনী হাজরা।
ভারত ছাড়ো আন্দোলনে নারী ভূমিকাঃ
১৯৪২ খ্রি. ভারত ছাড়ো আন্দোলনকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে নারীর ভূমিকা ছিল আরও বেশি। তারা ছিলেন মাতঙ্গিনী হাজরা, মায়া ঘোষ, রানি চন্দ্র প্রভৃতি।
মূল্যায়ন:
পৌরাণিক যুগে নারীরা ছিল অত্যন্ত সাহসী। তারা বিভিন্ন ঐতিহাসিক কাজের মধ্যে লিপ্ত ছিলএবং তারা ছিল বিভিন্ন প্রথার আড়ালে আবৃত। তাই সকলের উচিত নারীদের সম্মান করা।