টীকা লেখো। ভারত সভা অথবা, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
ভূমিকাঃ
উনিশ শতকের যেসব রাজনৈতিক সভা সমিতি প্রতিষ্ঠা হয়েছিল, সেইগুলি আঞ্চলিক এবং শ্রেণি স্বার্থের বাহক। ভারত সভা তাদের মধ্যে অন্যতম।
ভারত সভার প্রতিষ্ঠা:
১৮৭৬ খ্রি. ২৬ জুলাই শিবনাথ শাস্ত্রী ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় ভারত সভা এক বিশাল জনসভা প্রতিষ্ঠা হয়।
উদ্দেশ্যঃ
(১) হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।
(২) জনসাধারণকে গন-আন্দোলনে সামিল করা।
(৩) সারা দেশব্যাপী শক্তিশালী জনমত গঠন করা।
(৪) রাজনৈতিক প্রয়োজনে জাতি-ধর্ম বিভিন্ন গোষ্ঠীকে দলবদ্ধ করা।
কার্যকলাপ:
ভারত সভা জাতীয় স্বার্থে বিভিন্ন কাজ করেছিল। যেমন-
(১) আই.সি.এস. পরীক্ষার্থীদের বয়স হ্রাসের বিরুদ্ধে প্রতিবাদঃ ব্রিটিশ সরকার আই.সি.এস পরীক্ষার বয়সীমা ১৯-২১ বছর করে। এর প্রতিবাদে ভারত সভা আন্দোলন করে এবং পরে তা পরিবর্তিত হয়।
(২) সংবাদপত্র: সরকার দেশীয় সংবাদপত্রের আইন পাস করে সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ভারত সভার প্রচেষ্টায় তা বাতিল হয়।
(৩) ইলবার্ট বিল: ইংরেজরা এই ইলবার্ট বিল-এর তৈরি হওয়ার জন্য প্রতিবাদ করেন। ভারত সভা বিল-এর সমর্থনে আন্দোলন করেন।
উপসংহার:
জাতীয় জনগণের ইতিহাসে ভারতীয়গন আন্দোলনে ভারত সভা গুরুত্বপূর্ণ অধিকার লাভ করেছে।